আমাদের কথা
আসসালামু আলাইকুম।
আমরা মা ও ছোট শিশুদের নিয়ে কাজ করছি। আমাদের কাজের মাঝে আছে প্রেগন্যান্সিকালীন সময়ে মায়ের শারীরিক, মানসিক, আত্মিক যত্নের পাশাপাশি সন্তান প্রসব প্রক্রিয়ার জন্য তাকে প্রস্তুত করে তোলা, প্রসব পরবর্তী ও শিশু বেড়ে ওঠার সময়ে মায়ের ও শিশুর যত্ন নেয়া। মা ও শিশুকে ছাড়িয়ে স্বামী ও পরিবারের ভূমিকাকেও আমরা গুরুত্বের সাথে দেখি।
আমাদের টিমে আছেন একজন এমবিবিএস ডাক্তার, একজন গাইনী ও প্রসূতিবিদ্যায় স্পেশালিস্ট ডাক্তার, দুইজন গাইনী ও প্রসূতিবিদ্যায় কনসালটেন্ট ডাক্তার, একজন চাইল্ডবার্থ এডুকেটর ও এডভান্সড ভিব্যাক ট্রেইন্ড দৌলা, একজন ডক্টরেট করা বোন, একজন মেন্টাল হেলথ কাউন্সেলর, একজন ফিটনেস ট্রেইনার এবং এক দল দৌলা। তারা সকলেই নিজ জ্ঞান, পেশাদার ও ব্যাক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে কোর্স ও সার্ভিস পরিচালনা করে থাকেন।
বর্তমানে আমরা মা ও শিশুদের নিয়ে ৪টি কোর্স ও দৌলা সার্ভিস অফার করছি।
১. প্রিনাটাল কোর্স – আমরা বিশ্বাস করি মাতৃত্বের যাত্রায় জ্ঞান ও প্রস্তুতির পাশাপাশি স্রষ্টার সাথে আত্মিক যোগাযোগ বজায় রাখার গুরুত্ব অপরিসীম। আমরা এই কোর্সটা সাজিয়েছি আমাদের দেশের মায়েদের প্রেক্ষাপটে গর্ভকালীন সময়ে তাদের শারীরিকভাবে প্রস্তুতি নেয়ার জন্য প্রয়োজনীয় তথ্য দেয়ার পাশাপাশি মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে। আমাদের এই কোর্সটিতে বাবারাও অংশগ্রহণ করতে পারেন।
২. শিশুর সলিড কোর্স – এই কোর্স আমরা সাজিয়েছি বাচ্চার সলিড খাবার শুরুর সময়ের বিভিন্ন করণীয় নিয়ে।
৩. প্যারেন্টিং কোর্স – এই কোর্স আমরা সাজিয়েছি ০-৫ বছর বয়সী বাচ্চাদের আর্লি চাইল্ডহুড প্যারেন্টিং নিয়ে যেখানে ইসলামিক দৃষ্টিকোণ ও স্বাস্থ্য তথ্যের যোগ রয়েছে।
৪। ফিটনেস কোর্স – প্রাপ্তবয়স্ক নারীদের শারীরিক ফিটনেসের জন্য ব্যায়াম, হেলদি লাইফস্টাইল ও হেলদি খাবার রেসিপি নিয়ে লেকচার ও লাইভ ক্লাসের সমন্বয়ে সাজানো একটি কোর্স এটি।
দৌলা সার্ভিস – লেবার ও ডেলিভারির সময় গর্ভবতী মাকে তথ্যগত ও মানসিক সাপোর্ট দেয়ার জন্য আছে আমাদের ভার্চুয়াল দৌলা সার্ভিস যার আওতায় দেশি-প্রবাসী, প্রিনাটাল কোর্স পার্টিসিপ্যান্ট ও নন-প্রিনাটাল কোর্স পার্টিসিপ্যান্ট সকলেই যুক্ত হতে পারেন। ভার্চুয়াল দৌলা সার্ভিসে ফিজিক্যাল সাপোর্টের জন্যও গাইডলাইন দেয়া হয়। এছাড়াও ঢাকা ও এর বাইরের কিছু এলাকায় ফিজিক্যাল দৌলা সার্ভিসও দেয়া হয়।
অন্যান্য – আমরা নিয়মিত মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আর্টিকেল প্রকাশ করি এবং ফ্রি/পেইড ওয়েবিনার আয়োজন করে থাকি।
সকল কোর্সের রেকর্ডিং বছরের যে কোন সময় রেজিস্ট্রেশন করে দেখা যাবে।
লাইভ কোর্সের ঘোষণা, ওয়েবিনার আয়োজন, নতুন প্রকাশিত আর্টিকেল পড়তে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজ এ।
কোর্স শেষ হওয়ার পরও ইন্সট্রাক্টরদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য শিক্ষার্থীরা, হবু মায়েরা এবং অন্যান্য মায়েরা জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এ অথবা টেলিগ্রাম গ্রুপ এ।
মা’আসসালামাহ!