ডঃ নাঈমা আলমগীর
জন্ম ও বেড়ে ওঠা পাহাড় ঘেরা চট্রগ্রাম শহরে। বিভিন্ন দেশ ও শহর ঘুরে এখন জামাই ও দুই বাচ্চা নিয়ে আছি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে। আমার হাজবেন্ড এই দেশের ফেডারেল গর্ভমেন্ট জবে আছেন এবং মেয়ে ইসলামিক স্কুলে পড়ে। আমার প্রথম পরিচয় একজন মুসলিমাহ এবং এরপর আমি যাইনাব ও তালহার মা।
❇️ শিক্ষাগত যোগ্যতা
Master of Primary Teaching (CSU, Australia) (On Going)
PhD in Computer Vision (QUT, Australia)
M.Sc. in Computer Engineering (UOU, South Korea)
B.Sc. in Electrical and Electronic Engineering (CUET, Bangladesh)
Certificate in Kids and Adolescent Nutrition
আমার এই সেকেন্ড মাস্টার্স জার্নি আমার জন্য অনেক ভালোবাসার ও ভালো লাগার। কারণ এই প্রাইমারী টীচিং এর কোর্সে পড়ানো হয় বাচ্চাদের মেন্টাল ও কগনিটিভ ডেভেলপমেন্ট, বাচ্চাদের আর্লি লিটারেসী টেকনিক, বাচ্চাদের কিভাবে বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে শিক্ষাদান করা যায় সেসব টেকনিক সহ আরও অনেক কিছু।
❇️ কাজের অভিজ্ঞতা
আমি ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত দুই বছর চট্রগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কাজ করেছি। এরপর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত উলসানে রিসার্চ এসিসট্যান্ট হিসেবে ছিলাম। এরপরের জার্নির পুরোটা জুড়েই আছে আমার পিএইচডি ও মাতৃত্বের অভিজ্ঞতা।
এখন রৌদ্রময়ী স্কুলের ইন্সট্রাক্টর হিসেবে কাজ করছি।
এছাড়াও আমি অস্ট্রেলিয়ার ইসলামিক অর্গানাইজেশানের একজন এক্টিভ ওয়ার্কার। এই অর্গানাইজেশানের হয়ে বিভিন্ন হালাকা অর্গানাইজ করা, হালাকায় লেকচার দেওয়া, দাওয়াহ এর কাজ করা ছাড়াও আরো সামাজিক কাজে যোগদান করা হয়।
❇️ শখ
আমার শখ বললে অনেকেই হয়তো অবাক হবেন। কারণ রান্না করা আমার শখ এবং অন্যকে রান্না করে খাওয়াতে অনেক ভালো লাগে। এছাড়াও ঘুরাঘুরি করতে গিয়ে আল্লাহর অপার সৃষ্টির সৌন্দর্য দেখাও আমার শখ। সাথে বই পড়া, লেখালেখি তো আছেই।
নুসরাত জাহান প্রমা
জন্ম ও জীবনের কৈশোর কাল রাংগামাটিতে। পরবর্তীতে চট্টগ্রাম শহরে থিতু হলাম। পরিচয় বলতে গেলে আমি একজন মুসলিমাহ, একজন আহলিয়া এবং একজন মা ৷
❇️ শিক্ষাগত যোগ্যতা
MBBS(CU, Chattogram)
❇️ কাজের অভিজ্ঞতা
২০১৯ সালে ইন্টার্নিশিপ কমপ্লিট করি চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে৷
এরপর অনলাইনে রেগুলার কন্সাল্টেশন দেই জিপি হিসেবে৷
বর্তমানে রৌদ্রময়ী স্কুলের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত।
❇️ শখ
বই পড়া, রান্না করা, ঘুরে বেড়ানো, বাচ্চার সাথে সময় কাটানো।