Back

অন্তরায় নাকি মাধ্যম?

রমাদানের আগে সবচেয়ে বেশি যে ব্যাপার নিয়ে মেয়েদের চিন্তিত দেখা যায় তা হল রান্না-বান্না৷ রমাদানে একটা বিশাল সময় চলে যায় ইফতার ও সেহরির রান্নার প্রস্তুতিতে৷ ইবাদতের সময় কমে আসে বলে অনেকেই অভিযোগ করেন, আবার কেউ কেউ ছোট বাচ্চার মা হওয়াতে ভাবেন আগের মতো তার ইবাদাত করা হবে না৷
কেন আমরা আমাদের পরিবারকে ইবাদাতের অন্তরায় ভাবি?
 
সকালের নাস্তা রেডি করা, দুপুরের ভাত তরকারি, সন্ধ্যার নাস্তা, রাতের খাবার এই সবগুলো কাজ আপনার রমাদানে করতে হচ্ছে না৷ কিন্তু ইফতার আর সেহরির জন্য বেশি করে রান্না করতে হচ্ছে৷ অনেকে রাতে ডিনার করেন, সেই খাবার দিয়ে সেহরিও করেন৷ তার মানে চার বেলার রান্না আপনি এক বা দুই বেলায় শেষ করছেন, তাই কিচেনে আপনার একটা লম্বা সময় যাচ্ছে৷ যদি খেয়াল করে দেখেন, অন্যদিনের চেয়ে রমাদানে আপনার কিচেনে কম সময় দিতে হয়৷ অন্যদিন সময়গুলো ভাগ হয়ে যায় সকাল, দুপুর আর রাতে, তাই বুঝতে পারেন না৷
আর এই মাসে যা-ই করবেন তা-ই তো অনেক সাওয়াবের কাজ তাই না? তাহলে আমরা মেয়েরা তো সৌভাগ্যবতী৷
 
আমরা রান্না করে রোযাদারদের খাওয়াচ্ছি তাদের রোযার সাওয়াবও আমরা পাচ্ছি নিজের রোযার পাশাপাশি৷ আপনার পরিবারে যত বেশি রোযাদার সাওয়াব তত বেশি পাচ্ছেন আপনি৷ আর রান্না করতে করতে যিকির করা চালিয়ে যেতে পারি আমরা৷ ভালো কোনো লেকচার শুনতে পারি৷
 
ছোট বাচ্চাদের মায়েদের বলতে চাই, ফরয ইবাদাতের পরে সুন্নাহ বা নফল ইবাদাত কম করতে পারায় আপনারা যে মন খারাপ করেন, আপনার বাচ্চার তারবিয়াহ করে আপনি তো অনেক সাওয়াব পাচ্ছেন এই মুহূর্তে! এইটাই তো ফরয ইবাদাতের পরে সবচেয়ে জরুরি ইবাদাত আপনার জন্য৷ বাচ্চা তো একদিন বড় হবে, অনেক অবসরও পাবেন ইন শা আল্লাহ। নিজের মায়েদের দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু বাচ্চার দেখাশোনার এই সময়টা সবসময়ই থাকবে না৷
নিয়তকে শুদ্ধ করলে সেই নিয়তের কারণে আল্লাহ আমাদের সাধারণ আমলও অসাধারণ বানিয়ে দেবেন৷
আমাদের পরিবার আমাদের ইবাদাতের অন্তরায় না৷ আমাদের পরিবার আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম, ইন শা আল্লাহ৷
_________________
|| অন্তরায় নাকি মাধ্যম? ||
তাসনিম সুশান আজাদ

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *