Back

সত্যিকারের রমাদান প্রিপারেশন

বিশ্বের বিভিন্ন দেশের কোথাও আজকে এক রোজা হয়ে গেল আবার কোথাও কালকে থেকে রোজা শুরু। এই রামাদানে আমার আশেপাশের অনেক মায়ের কাছে আফসোস শুনছি কারণ তারা রামাদানের জন্য প্রস্তুত না। কেন? কারণ তারা দোয়া লিষ্ট করতে পারেনি, ব্যাচ কুকিং করতে পারেনি, বাচ্চার জন্য ঘর সাজাতে পারেনি, এমন আরও অনেক কিছু পারেনি।
 
আপনার ব্যাচ কুকিং হয়নি তার জন্য আপয়ান্র রামাদান প্রোডাক্টিভ হওয়া আটকাবে না।
আপনার বাচ্চাদের জন্য ঘর সাজানো হয়নি তাতে করে খুব বেশি কিছু হারিয়ে যাবেনা।
আপনার দোয়া লিষ্ট রেডি হয়নি তাই বলে আপনি দোয়া করতে পারবেন না এমন না।
আপনি ইবাদতের লিষ্ট করতে পারেন নি বলে আপনার ইবাদত থেমে যাবেনা।
এই কাজগুলা করতে পারলে অনেক অনেক উপকার হয় এবং অর্গানাইজ থাকার অনেক অনেক সুবিধা পাওয়া যায়।
কিন্তু তাই বলে বিভিন্ন সংগত কারণে যারা এগুলা করতে না পেরে ভাবছেন আপনি রামাদানের জন্য প্রস্তুত না কিংবা আপয়ান্র রামাদান প্রোডাক্টিভ হবেনা তারা প্লিজ এই নেগেটিভ চিন্তা এখানেই বাদ দিক।
 
সত্যিকারের রামাদানের প্রিপারেশানের জন্য কি দরকার, জানেন?
প্রথমেই দরকার একটা কৃতজ্ঞ অন্তর যে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকার পাশাপাশি নিজের গুনাহের জন্য ক্ষমা চায় সাথে দরকার পরিষ্কার নামাজের পাটি, নামাজের জন্য বড় হিজাব/জিলবাব আর আপনার মুসহাফ।
ব্যস এতটুকু যদি রেডি থাকে তাহলেই আপনি রামাদানের জন্য প্রস্তুত ইনশা আল্লাহ।
চেষ্টা করেন নিজের নামাজে খুশু খুযু বাড়াতে, যখনই সময় পান একটু যিকির করতে কিংবা কুরআন পড়তে, প্রচুর ইস্তেগফার করুন।
পরিবারের সবার জন্য করা সব কাজকে নিয়্যতের মাধ্যমে ইবাদতে বদলে ফেলুন।
ইফতার বানানোর সময় আল্লাহর কাছে দোয়া করুন যেন ঘরের মানুষের জন্য তৈরি ইফতার থেকেই আল্লাহ যেন আপনাকে রোযাদারকে ইফতার করানোর সওয়াব দান করেন।
ঘর সাজাতে পারেননি তো কি হয়েছে? বাচ্চার সাথে বসে রামাদান নিয়ে কথা বলুন, একসাথে যিকির করুন, কুরআন পড়ুন, বাচ্চাকে সাথে নিয়ে ইফতার বানান সেটাও অনেক।
আর চেষ্টা করেন পুরা রামাদানে নিজেকে নিজে কখনো নেগেটিভ কিছু বলবেন না এবং নিজেকে অন্যের সাথে নেগেটিভভাবে তুলনা করবেন না।
আল্লাহ আমাদের সবাইকে রামাদান ঈমান ও আমলের মধ্যে কাটানোর তৌফিক দান করুক। সবার সকল ইবাদত ও দোয়া কবুল করে নিক। সবাইকে ক্ষমা করে দিক।
রামাদান মোবারক।
 
নাঈমা আলমগীর
প্রিনেটাল, সলিড ফুড, প্যারেন্টিং ইন্সট্রাক্টর, রৌদ্রময়ী স্কুল

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *