OGSB (Obstetrical and Gynaecological Society of Bangladesh) হাসপাতাল ও রৌদ্রময়ী প্রিনাটাল টিমের যৌথ আয়োজনে মিরপুর-১৩তে OGSB হাসপাতালে প্রথমবারের মতো সম্পন্ন হলো মেডিকেল প্রফেশনালদের জন্য দিনব্যাপী “Guide to Natural Birth” ওয়ার্কশপ। ওয়ার্কশপ পরিচালনা করেছেন প্রিনাটাল টিমের ইন্সট্রাক্টর ডাঃ ফাতেমা ইয়াসমিন, চাইল্ডবার্থ এডুকেটর ও ট্রেইন্ড দৌলা রাবেয়া রওশীন এবং ডঃ নাঈমা আলমগীর। ওয়ার্কশপে উদ্বোধনী বক্তব্য রাখেন OGSB এর চেয়ারম্যান ডাঃ সামিনা চৌধুরী এবং সমাপনী বক্তব্য পেশ করেন OGSB এর ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ সিরাজুল করিম। এতে অংশগ্রহণ করেন কন্সাল্টেন্ট ডাক্তার, মিডওয়াইফ ও সিনিয়র মিডওয়াইফারি স্টুডেন্টরা যারা সামনে থেকে ন্যাচারাল বার্থের বিভিন্ন দিক ও হাতে-কলমে ব্যায়াম শিখেছেন, প্রসব পরবর্তী মাকে কাউন্সেলিং নিয়ে জেনেছেন।
প্রাকৃতিক প্রসব বা Natural birth নিয়ে এমন আয়োজন রৌদ্রময়ী প্রিনাটাল টিম ভবিষ্যতেও করতে চায় ইনশাআল্লাহ। আপনি যদি মেডিকেল পেশার সাথে জড়িত থাকেন এবং অনলাইনের মাধ্যমে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে আগ্রহী হন তাহলে আমাদের পেইজে আপনার আগ্রহের কথা জানিয়ে মেসেজ করে রাখবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে একইরকম আয়োজন অনলাইনে করলে আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ।