মায়ের জন্য উপহার
সন্তান আসার খবর পাওয়া মাত্রই একজন বাবা মায়ের চিন্তাভাবনার যেন আমূল পরিবর্তন ঘটে যায়। সবসময় শুধু মনে হতে থাকে বাবুর জন্য কি ভালো কিংবা বাবু পৃথিবীতে আসলে বাবুর কি কি লাগবে এমন অনেক কিছু।
শুধুই কি বাবা মা? পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার মধ্যেই একটা সাজ সাজ রব আর বাবু হওয়া মাত্রই কি উপহার দেওয়া যায় সেই চিন্তা।
আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একজন সদ্যজাত বাচ্চার আসলে কি লাগে? আমি জানি এখন অনেকেই অনেক লিষ্ট দিতে পারবেন? কিন্তু আমি যদি বলি একজন সদ্যজাত বাচ্চার প্রধানত লাগে শুধুই একজন মা, শারীরিক ও মানসিকভাবে সুস্থ মা। এরপর বাচ্চার জামা কাপড়, ন্যাপি, র্যাপ সহ ইত্যাদি বাকী সবকিছু।
আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি? সবসময় যেকোন এচিভমেন্টে আমরা যে কষ্ট করে তাকে উপহার দেই, এপ্রিশিয়েট করি, তাই না? যেমনঃ পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমরা তার কষ্টের এপ্রিশিয়েশান স্বরুপ উপহার দেই। তাহলে ভাবুন তো একটা সন্তান পৃথিবীতে আনতে সবচেয়ে বেশি কষ্ট কে করেন?
বাচ্চাকে যে মানুষটা নিদারুণ কষ্ট সহ্য করে এই পৃথিবীতে এনেছে; এরপর রাতের পর রাত না ঘুমিয়ে বাচ্চার দেখভাল করছে, নাওয়া-খাওয়ার ঠিক থাকেনা যেই মার, চলুন আমরা এখন থেকে সেই মাকে এপ্রিশিয়েট করি। নতুন বাচ্চার জন্য যা দরকার তা নতুন বাবা-মা, আর অন্যান্য ফ্যামিলি মেম্বার যোগাড় করুক। আমরা নাহয় নতুন মার জন্য কিছু কিনি।
নতুন মাকে একটু ছোট একটা গিফট কিংবা ফুলের তোড়া, কিংবা সুন্দর কোন কার্ড দেওয়ার মাধ্যমে আপনি তার মানসিক স্বাস্থ্যে অনেক বড় পজিটিভ ইম্পেক্ট ফেলতে পারেন, যা মাকে এই পোস্টপার্টামের কঠিন সময়ে পজিটিভ থাকতে অনেক সাহায্য করবে, ইনশা আল্লাহ।
নাঈমা আলমগীর
প্রিনাটাল ও প্যারেন্টিং ইন্সট্রাকটর
রৌদ্রময়ী স্কুল