দৌলা ডায়েরী – ১৩
ডিসেম্বর ২০২২
ডিসেম্বরে ডেট ছিল ৯ম ব্যাচের নাহিদা নিশি আপুর। ১ম প্রেগন্যান্সি। ঢাকায় থাকেন। প্রায় শেষ দিকে, মানে ৩৬ সপ্তাহের দিকে আমি উনাকে পাই (সাধারণত আমি ইডিডির ২ মাস আগে থেকে ক্লায়েন্ট নেই) কিন্তু মাশাল্লাহ আপুর প্রিপারেশন বেশ ভালো ছিল। ডেলিভারি করিয়েছেন মিরপুর -১ এর ওজিএসবি হাসপাতালের ডাঃ আয়শা সিদ্দিকার আন্ডারে। ন্যাচারালের প্রতি আপুর খুব আগ্রহ ছিল মাশাল্লাহ এবং সর্বাত্মক চেষ্টা করেছেন। তবে আমাদের দেশের বড় ডাক্তারদের পাশাপাশি মেডিকেল টিমের সকলকেই ন্যাচারালের প্রতি সচেতন হতে হবে, নাহলে মায়ের জন্য প্রক্রিয়াটা কঠিন হয়ে যায়।
ডাঃ আয়শা সিদ্দিকা এবার রৌদ্রময়ী প্রিনাটাল টিমে যোগদান করেছেন এবং ১১তম ব্যাচের ওরিয়েন্টেশনে পেশেন্ট হিসেবে নিশি আপু কতটা রিল্যাক্সড, স্ট্রেস ফ্রি এবং কতটা জানেন লেবার-ডেলিভারি নিয়ে তার প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। আপুর ইন্সট্রাক্টর ও ভার্চুয়াল দৌলা হিসেবে ওরিয়েন্টেশনে ডাঃ আয়শার কথা শুনেই তো আমি গর্বে বাকবাকুম!
রাবেয়া রওশীন,
ভার্চুয়াল দৌলা, রৌদ্রময়ী স্কুল