রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রকাশিত বই “মা হওয়ার গল্প”
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others
- Date November 2, 2023
- Comments 0 comment
সিয়ানের নতুন বই ‘মা হওয়ার গল্প’
লেখক: রৌদ্রময়ী প্রিন্যাটাল টিম
ক্যাটেগরি: মাতৃত্ব, সন্তান-প্রতিপালন
কভার: পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যা: ২০৪
৩০% ছাড়ে বিক্রয় মূল্য: ২৬৬ ৳ মাত্র।
.
বই সম্পর্কে: পশ্চিমা অনেক দেশেই সন্তান ধারণ ও প্রসব নিয়ে লেখাপড়া বাধ্যতামূলক। এ কারণে ওখানে নরমাল ডেলিভারির হার তুলনামূলক অনেক বেশি। মায়েরাও যথেষ্ট সচেতন ও কো-অপারেটিভ। ডাক্তারদের জন্য এরকম মায়েদের হ্যান্ডল করা অনেক বেশি সহজ। এই বইয়ে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে প্রেগন্যান্সি, সন্তান জন্মদান বিষয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা এবং সেগুলোর সমাধান সম্পর্কে যথাসাধ্য আলোচনার চেষ্টা করেছি। সেই সাথে আলচনা করেছি গর্ভকালীন পড়াশোনার গুরুত্ব এবং আমাদের শিক্ষার্থীদের কিছু জীবনঘনিষ্ট অভিজ্ঞতা।
.
‘মা’ একটিমাত্র শব্দ। একটি ডাক। পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, সম্মানের ডাক। যে ডাক কেবল নারীদের জন্য। নারীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সৃষ্টিকে বিস্তৃত করেছেন। তাই তাঁর কাছে আমাদের কামনা—এই পৃথিবীর প্রতিটি নারীর জীবনে মাতৃত্বের এ যাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। আমিন।
.
.
লেখক টিম: ২০২০ সালে দেশে প্রিন্যাটাল কোর্স নিয়ে আসার পেছনে মূল লক্ষ্য ছিল, গর্ভবতী মায়েরা যেন তাদের জীবনের এই নাজুক সময়ে মানসিকভাবে প্রশান্তিতে থাকেন আর শারীরিকভাবে থাকেন প্রস্তুত। ইনশাআল্লাহ জ্ঞানের আলোকে যেন নিতে পারেন সকল সিদ্ধান্ত।
.
কেউ যদি জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ এই তিন বছরে আমাদের সবচেয়ে বড় পাওয়া কি? নিঃসন্দেহে উত্তর হবে আপনাদের ভালোবাসা। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের নিয়ে কাজ করার একটা অদ্ভুত ব্যপার কি জানেন? কীভাবে যেন সবার সাথে একটা Emotional bondage তৈরি হয়ে যায়।
.
যখন আমাদের কোনো স্টুডেন্ট লেবার পেইন নিয়ে নক করেন, কী করতে হবে জিজ্ঞেস করেন, লেবার রুমে যাওয়ার আগে প্রিন্যাটালের নোটস পড়েন, প্রচণ্ড লেবার পেইনের মাঝেও আমাদের জন্য দুআ করেন; কিংবা মেডিকেশন ছাড়া নরমাল ডেলিভারির পেইন ম্যানেজমেন্ট বা সঠিক কারণে সিজারিয়ান অপারেশনে যাওয়ার গল্পগুলো বলেন, অথবা কোনো বাবা যখন ক্লাস দেখে দেখে স্ত্রীর জন্য ৮২ পৃষ্ঠার হাতে লেখা নোট তৈরি করেন এবং তা আমাদের সাথে শেয়ার করেন, আসলেই সে সময়গুলোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে দৌলা সেবার সময়, একজন মাকে সন্তান প্রসবের মতো কষ্টকর অবস্থায় যখন ভালোবাসার হাত বাড়ানো যায়, তাদের কষ্ট দূরীকরণে সাহায্য করা যায়, এরপর যখন নতুন শিশুটির পৃথিবীতে আসার সুসংবাদ পাই, তখন আমরা প্রত্যেকেই আনন্দে অধীর হয়ে পড়ি।
.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ অল্প সময়ে যা দিয়েছেন, যতদূর নিয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ যেন বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে পরে গর্ভকালীন পড়াশোনার গুরত্ব, এটাই আমাদের প্রত্যাশা। উন্নত বিশ্বের মতো আমাদের মেয়েরাও যেন পর্যাপ্ত জ্ঞান অর্জনের ও তা প্রয়োগের সুযোগ পায়। সুস্থ মা, সুস্থ শিশু, নিরাপদ মাতৃত্ব হোক মূল প্রতিপাদ্য।
.
অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।
অথবা যোগাযোগ করুন: 01844-218944 -এই নম্বরে।
Other post
You may also like
রংধনু রঙের খেলনাগুলো
15 September, 2024
ছোটবেলায় আমাদের নিকট প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় যে বস্তুটি ছিলো, তা হলো সাত রঙের রংধনু। কারণ অধিকাংশ সময় বৃষ্টির দেখা মিললেও, বৃষ্টির পরের রংধনুর দেখা মিলতো খুবই কম। তাই যে জিনিস খুব কম দেখা যায়, সে জিনিসের প্রতি আকর্ষণও থাকে সবচেয়ে …
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
11 September, 2024
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
24 July, 2024
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …