নরমাল ডেলিভারি: খুবই ভালো অভিজ্ঞতা
- Posted by MNCC Moderator
- Categories Birth Story, Others
- Date January 8, 2025
- Comments 0 comment
গত ১৮ অক্টোবর প্রথমবারের মত পুত্রসন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ। নরমাল ডেলিভারি ছিল, এক্সপেরিয়েন্স খুবই ভাল ছিল আল্লাহর রহমতে।
গ্রুপের পোস্ট ফলো করতাম কনসিভ করার পর থেকেই। গ্রুপের পোস্ট পড়ে অনেক কিছু জেনেছি, শিখেছি। দায়িত্বশীল এবং সবার জন্য অনেক অনেক দু’আ।
আমি দেশের বাইরে থাকি, হাজব্যান্ড ছাড়া ফ্যামিলির কেউ নেই এখানে। একা একা সবটাই ম্যানেজ করতে হয়েছে, হচ্ছে। বোনদের স্টোরি পড়ে অনেক কিছু আগে থেকে জানা থাকার কারনে অযথা সময়ে সময়ে প্যানিক করিনি। এটা আমার জন্য অনেক বড় অ্যাডভান্টেজ ছিল আলহামদুলিল্লাহ।
সবচেয়ে মজার একটা কথা না বলে পারছি না। পুরো প্রেগন্যান্সিতে সবার ওজন বাড়লেও আমার ওজন কমেছে। কনসিভের সময় যা ছিল, ডেলিভারির পর বাসায় এসে দেখি তা থেকে ওজন ৩/৪ কেজি কম। বাচ্চার ওজন, পানি সব ঠিক ছিল আলহামদুলিল্লাহ। তারপরেও আমার এমন হওয়ার কারন হল, কনসিভের পর থেকেই আমি আমার লাইফস্টাইল, বিশেষ করে খাওয়াদাওয়াতে বড় রকমের চেঞ্জ এনেছিলাম যেটা এখন আমাকে খুবই সুফল দিচ্ছে। কনসিভের আগে থেকেই জিমে যেতাম, পরেও বাসায় ওয়ার্কআউট করা কন্টিনিউ করে গেছি। তারমানে এটা ভাববেন না ওয়েট গেইন করাটা খারাপ বরং হেলদি ওয়েট গেইন করাটাই নরমাল। আল্লাহ যাকে যে অবস্থায় উত্তম মনে করেন তাকে তাই দান করেন।
আমি নিজে একজন সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেইনার। তাই নিজের খাবারদাবারের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পেরেছি। আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শে কাজ করবেন।
আল্লাহ আমার সব বোনদের নেক সন্তানের নিয়ামাত দিন। আমার ছেলে এবং পরিবারের জন্য দু’আ করবেন।
আবিদা সুলতানা
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্সে পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১৭
Other post
You may also like
হাসপাতালে ন্যাচারাল বার্থ সম্ভব: একজন মায়ের অনুপ্রেরণামূলক গল্প
January 8, 2025
আমি একজন দৌলা হিসেবে আজ একটি অনুপ্রেরণাদায়ক গল্প শেয়ার করতে চাই। আমার ক্লায়েন্ট আফরোজা আপুর ডেলিভারির অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করেছেন যে, সঠিক প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা থাকলে হাসপাতালে ন্যাচারাল বার্থ সম্ভব।আফরোজা আপু ন্যাচারাল বার্থের প্রতি খুব আগ্রহী ছিলেন। তার স্বামীও …
অতিরিক্ত ওজন নিয়ে নরমাল ডেলিভারির গল্প
January 8, 2025
সেপ্টেম্বর এর ১৪ তারিখ আলহামদুলিল্লাহ নরমাল ডেলিভারির মাধ্যমে আমার প্রথম রাজকন্যার মা হলাম। আমার বার্থ স্টোরি শুরুর আগে আমি আমার কনসিভ করার আগের কিছু কথা শেয়ার করতে চাই যাতে আমার মতো যারা একটু মোটা তারা কিছুটা হলেও অনুপ্রাণিত হোন ইনশাআল্লাহ। আমি …
মুবাশশিরার লেড উইনিং
December 1, 2024
মুবাশশিরার বয়স যখন ৫ মাস ২৫ দিন, তখন থেকেই আমি ওকে সলিড দেওয়া শুরু করি। কারণ সলিড শুরু করার সব সাইন আলহামদুলিল্লাহ তার মধ্যে দেখা গিয়েছিলো। সে বসতে পারতো, খাবারের প্রতি আগ্রহ দেখাতো, ঘাড় ডান থেকে বামে ঘুরাতে পারতো, মুখের …