নবজাতকের যত্ন – পর্ব-২
• বাবু এত হাঁচি দেয় কেন?
– নবজাতক বাবু বারবার হাঁচি দেয়। এতে বোঝা যায় তার ফুসফুস কাজ করছে। এটা স্বাভাবিক, চিন্তার কিছু নেই।
• বাবুর হাত পায়ের তালু এত ঘামছে কেন?
– বাচ্চারা যখন আপসেট হয়, তখন তার হাত পা ঘেমে যায়। তাই হাত পা ঘামলে বাবুকে আদর করুন। ও আপনাকে না পেয়ে আপসেট হয়ে যাচ্ছে কিন্তু।
• বাবুর পা এমন বাঁকা করে কতদিন আর থাকবে?
– এটা স্বাভাবিক। ৬মাস থেকে একবছর লাগবে ঠিক হতে ইনশাআল্লাহ। হাঁটতে শুরু করলে তখন পুরোপুরি সোজা হবে।
• বাবু তো খুব নরম, ওকে টামি টাইম দিতেই হবে?
– জি টামি টাইম জরুরী। নরম হলেও সমস্যা নেই। অল্প সময়ের জন্য দিবেন। এবং এসময় অবশ্য ই সামনে বসে থাকবেন। বাচ্চা অস্বস্তি ফিল করলে সাথে সাথে সোজা করে দিবেন।
• কি প্রসাধনী দিব বাবুকে?
– প্রথম ছয়মাস অলিভ অয়েল ছাড়া কিছু ই দিবেন না। গোসলের আগে এবং স্কিন যখনি ড্রাই হবে অলিভ অয়েল দিবেন। আর গোসলের সময় ক্লিনিং এর জন্য কোন একটা ভালো ব্র্যান্ডের টপ টু টো ওয়াশ দিতে পারেন।
• সরিষার তেল দিব না?
– সাধারণত খাঁটি তেল বাজারে পাওয়াই দুস্কর। আর সরিষা বেশ ভারী, বেবি স্কিনে রিএক্ট করতে পারে। • বাবু এত হাঁচি দেয় কেন?
– নবজাতক বাবু বারবার হাঁচি দেয়। এতে বোঝা যায় তার ফুসফুস কাজ করছে। এটা স্বাভাবিক, চিন্তার কিছু নেই।
• বাবুর হাত পায়ের তালু এত ঘামছে কেন?
– বাচ্চারা যখন আপসেট হয়, তখন তার হাত পা ঘেমে যায়। তাই হাত পা ঘামলে বাবুকে আদর করুন। ও আপনাকে না পেয়ে আপসেট হয়ে যাচ্ছে কিন্তু।
• বাবুর পা এমন বাঁকা করে কতদিন আর থাকবে?
– এটা স্বাভাবিক। ৬মাস থেকে একবছর লাগবে ঠিক হতে ইনশাআল্লাহ। হাঁটতে শুরু করলে তখন পুরোপুরি সোজা হবে।
• বাবু তো খুব নরম, ওকে টামি টাইম দিতেই হবে?
– জি টামি টাইম জরুরী। নরম হলেও সমস্যা নেই। অল্প সময়ের জন্য দিবেন। এবং এসময় অবশ্য ই সামনে বসে থাকবেন। বাচ্চা অস্বস্তি ফিল করলে সাথে সাথে সোজা করে দিবেন।
• কি প্রসাধনী দিব বাবুকে?
– প্রথম ছয়মাস অলিভ অয়েল ছাড়া কিছু ই দিবেন না। গোসলের আগে এবং স্কিন যখনি ড্রাই হবে অলিভ অয়েল দিবেন। আর গোসলের সময় ক্লিনিং এর জন্য কোন একটা ভালো ব্র্যান্ডের টপ টু টো ওয়াশ দিতে পারেন।
• সরিষার তেল দিব না?
– সাধারণত খাঁটি তেল বাজারে পাওয়াই দুস্কর। আর সরিষা বেশ ভারী, বেবি স্কিনে রিএক্ট করতে পারে। তাই অলিভ অয়েল বা খাটি নারকেল তেল দেয়া ভালো।
ডাঃ রুবাইয়া বিনতে রশিদ
বিডিএস
রৌদ্রময়ী প্রিনাটাল কোর্স, ব্যাচ ৮