প্রিনেটাল কোর্স – waste of money??
- Posted by MNCC Moderator
- Categories Course, Others
- Date January 15, 2024
- Comments 0 comment
আলহামদুলিল্লাহ, ২য় সন্তানের মা হলাম। শীঘ্রই বার্থস্টোরি শেয়ার করবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে প্রিন্যাটাল কোর্স সম্পর্কে কিছু কথা বলতে চাই।
প্রেগন্যান্সির বেশ অনেকদিন আগে থেকেই আমি এই গ্রুপের সাথে যুক্ত ছিলাম। বিভিন্ন পোস্ট পড়েছি, প্রিন্যাটাল কোর্স সম্পর্কে জেনেছি। তখন থেকেই ইচ্ছা ছিলো আল্লাহ যদি দ্বিতীয়বার আমাকে কনসিভ করার তৌফিক দান করেন আমি কোর্সটি করবো। যদিও আমার প্রথম সন্তান নরমাল ডেলিভারিতে হয়েছিলো আলহামদুলিল্লাহ। কিন্তু জানার বা শেখার তো কোনো শেষ নেই!
সেই ইচ্ছা থেকেই আল্লাহ যখন আমার দোয়া কবুল করলেন, যেদিন জানলাম আমি আবার মা হতে যাচ্ছি তার পরদিনই পরবর্তী ব্যাচের জন্য রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করলাম এবং রেজিস্ট্রেশন শুরু হওয়া মাত্রই রেজিষ্ট্রেশন করে ফেললাম। ক্লাসগুলো খুব ভালোভাবে করলাম, ইন্সট্রাকটর এবং ডাক্তার আপুদের সব কথাগুলো ফলো করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ।
আমি নিজে কোর্স করার আগে অনেককেই এই কোর্স সম্পর্কে জানিয়েছি এবং নিজে কোর্স করার পরও প্রেগন্যান্ট কয়েকজনকে এই কোর্স করতে এনকারেজ করেছি।
তাদের অনেকেই এটাকে waste of money মনে করেন। কিন্তু আমার বিশ্বাস কোর্সটি করা প্রতিটি প্রেগন্যান্ট মায়ের জন্য একটি বেস্ট ইনভেস্টমেন্ট তার এবং তার অনাগত সন্তানের জন্য।
গত সপ্তাহেই এক বান্ধবীর সাথে কথা হলো। সে-ও দ্বিতীয় বার মা হতে চলেছে। প্রথমবার ডেলিভারি সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞানের অভাবে তাকে অযথা সি সেকশনে যেতে হয় সবকিছু স্বাভাবিক থাকার পরও।সেই হতাশা কাটিয়ে উঠতে ওর অনেকটা সময় লেগেছিল বলল। তাকে এই কোর্স সম্পর্কে জানালাম।
দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি একজন লো রিস্ক প্রেগন্যান্ট মা এই কোর্স থেকে জানবেন কখন আপনি নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন, কখন আপনাকে সি সেকশনে যেতে হবে। আপনার গর্ভকালীন কোন পরিস্থিতিতে আপনি ঘাবড়ে না গিয়ে রিল্যাক্স থাকতে পারবেন তা আপনি নিজেই বুঝবেন।
কোর্সের সব ইন্সট্রাকটর এবং ডাক্তার আপুদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভ কামনা।
সেই সাথে যার কথা না বললেই নয় আমার দৌলা আপু। যিনি আমাকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহযোগিতা ও সাহস দিয়েছেন। তার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তার কাজে বারাকাহ দিন।আমিন।
ফাইনালি আমাকে কি নরমাল ডেলিভারিতে যেতে হলো নাকি সি সেকশন তা বার্থস্টোরিতে জানাবো ইনশাআল্লাহ!
সাবিয়া সুমনা
রৌদ্রময়ী প্রিন্যাটাল কোর্স, ব্যাচ ১৩
রৌদ্রময়ী দৌলা ক্লায়েন্ট
Other post
You may also like
হাসপাতালে ন্যাচারাল বার্থ সম্ভব: একজন মায়ের অনুপ্রেরণামূলক গল্প
আমি একজন দৌলা হিসেবে আজ একটি অনুপ্রেরণাদায়ক গল্প শেয়ার করতে চাই। আমার ক্লায়েন্ট আফরোজা আপুর ডেলিভারির অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করেছেন যে, সঠিক প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা থাকলে হাসপাতালে ন্যাচারাল বার্থ সম্ভব।আফরোজা আপু ন্যাচারাল বার্থের প্রতি খুব আগ্রহী ছিলেন। তার স্বামীও …
নরমাল ডেলিভারি: খুবই ভালো অভিজ্ঞতা
গত ১৮ অক্টোবর প্রথমবারের মত পুত্রসন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ। নরমাল ডেলিভারি ছিল, এক্সপেরিয়েন্স খুবই ভাল ছিল আল্লাহর রহমতে।গ্রুপের পোস্ট ফলো করতাম কনসিভ করার পর থেকেই। গ্রুপের পোস্ট পড়ে অনেক কিছু জেনেছি, শিখেছি। দায়িত্বশীল এবং সবার জন্য অনেক অনেক দু’আ।আমি দেশের …
অতিরিক্ত ওজন নিয়ে নরমাল ডেলিভারির গল্প
সেপ্টেম্বর এর ১৪ তারিখ আলহামদুলিল্লাহ নরমাল ডেলিভারির মাধ্যমে আমার প্রথম রাজকন্যার মা হলাম। আমার বার্থ স্টোরি শুরুর আগে আমি আমার কনসিভ করার আগের কিছু কথা শেয়ার করতে চাই যাতে আমার মতো যারা একটু মোটা তারা কিছুটা হলেও অনুপ্রাণিত হোন ইনশাআল্লাহ। আমি …