নরমাল ডেলিভারির জন্য আপনি কতখানি ডিটারমাইন্ড?
- Posted by MNCC Moderator
- Categories Doula Service, Rabeya Rowshin
- Date March 28, 2024
- Comments 0 comment
মার্চ ২০২৪
বিশ্ব দৌলা সপ্তাহ (মার্চ ২২-২৮) এর মাঝে আমার দুইজন ক্লায়েন্টের নরমাল ডেলিভারি হলো, আলহামদুলিল্লাহ।
১।
প্রথমজন ইউরোপের একটি দেশে থাকেন। বার্থ প্ল্যান রেডি, হাজব্যান্ড অফিস থেকে ছুটিও নিয়ে ফেলেছেন যে কোন সময় লেবার হতে পারে এই ভাবনা থেকে। এদিকে লেবারের কোন রকম লক্ষণই নেই! কথা বলে জানলাম আপুর ফ্যামিলিতে লম্বা প্রেগন্যান্সি হিস্ট্রি আছে। উনার মায়ের সব বাচ্চা অনেক লম্বা সময় গর্ভে ছিলেন এবং তাদের মাঝে সবচেয়ে বেশি সময় এই আপুই ছিলেন!
এদিকে আপু প্রেগন্যান্সির শেষ দিক থেকেই বেশ অস্থির বোধ করছিলেন, প্রেগন্যান্সি ক্যারি করতে কষ্ট হচ্ছিল উনার। যে দেশে ছিলেন সেখানে মেডিকেল টিম উনাকে ইন্ডাকশনও দিতে চায়নি। মা-বাচ্চা ভালো আছে (প্লাস ওদের রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমও আমাদের দেশের তুলনায় ভালো) তাই ওরা ন্যাচারালি লেবার পেইন শুরু হওয়ার জন্য উনাকে অপেক্ষা করতে বলেন।
এদিকে প্রেগন্যান্সির ৪২তম সপ্তাহ শুরু হয়ে যায়। এসময় একদিন প্রথমবারের মতো আপুর ফলস পেইন হয়। আমি উনাকে আশার কথা শোনাই যে এটা খুব ভালো লক্ষণ।
পরদিনই আপু মেসেজ করে জানান যে আসল লেবার শুরু হয়ে নরমাল ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই পরিস্থিতিতে জানানোর মতো অবস্থায় ছিলেন না। তবে উনি অনেক দিন থেকেই নরমাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করছিলেন।
২।
দ্বিতীয় যে আপু তিনি ঢাকার বাইরে থাকেন। শেষ সপ্তাহে আল্ট্রায় হুট করে পানি ৬ পয়েন্ট আসে। আপু ভীষণ মন খারাপ করেন।
কিন্তু রিপোর্ট ভুল হতে পারে এমন ভাবনা বাসার সবার মনে উঁকি দিয়ে যায়। তাই ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে বড় শহরে গিয়ে আবারো আল্ট্রা করেন। আলহামদুলিল্লাহ এবার পানির পরিমাণ ১২ পয়েন্ট আসে।
এদিকে উনার ডিউ ডেটের দিন উনার ডাক্তার যেতে বলেন এবং ইন্ডাকশন দেয়ার প্রতি ইঙ্গিত করেন। আপুর একজন কাজিন আছেন যিনি মিডওয়াইফ, উনার সাথে ও আমার সাথে কথা বলেন। এরপর ন্যাচারাল পেইন আসার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। মাইলস সার্কিট, বার্থ বলসহ অন্যান্য ব্যায়াম ও ইন্টিমেসি প্র্যাকটিস করে যাচ্ছিলেন তিনি।
ডিউ ডেটের আগের রাতে সেহরির সময় আমি আপুর মেসেজ দেখি। উনার বেশ ভালো পেইন হচ্ছে। সেই পেইন নিয়ে সকালে আবারও ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে বড় শহরে যান। ১০টার পর নরমাল ডেলিভারিতে মেয়ে বাবু হয়, আলহামদুলিল্লাহ!
৩।
উপরের ২টি ঘটনায় আমাদের জন্য একটা মেসেজ আছে।
হাতের কাছে বিভিন্ন মেডিকেল হেল্প থাকলে আমরা অনেকসময় অল্পতেই সেগুলোর কাছে নিজেদের সঁপে দেই। ন্যাচারাল পেইন বা নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে চাই না।
কিন্তু যদি মেডিকেল হেল্প আপনাকে অফার করা না হয়?
অথবা, প্রয়োজন হওয়ার আগেই যদি অফার করা হয়?
নরমাল-সিজার বিতর্কে ডাক্তারদের বিষোদগার করা পোস্ট, কমেন্টগুলো অনেক রিচ পেতে দেখি। কিন্তু মা ও তার পরিবারের দিক থেকে যে প্রস্তুতি ও মানসিকতা রাখা প্রয়োজন সেটা কি আমরা বুঝি?
আমাদের দেশের দম্পতিরা ও পরিবারগুলো কি নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে যথেষ্ট ডিটারমাইন্ড?
রাবেয়া রওশীন
দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
আমার দৌলা সার্ভিসের রিসেন্ট একজন ক্লায়েন্টের ঘটনা বলব আজ। উনি ভিব্যাক চাচ্ছিলেন। একদম নিয়মিত আমাকে ডায়েট চার্ট আর এক্সারসাইজ রুটিন পাঠাতেন, আমি ফিডব্যাক দিতাম। আন্তরিকতা ও চেষ্টা ছিল। চিটাগাং থাকেন। সেখানের নরমাল ডেলিভারি, ভিব্যাকের জন্য সুপরিচিত একজন ডাক্তারের আন্ডারে ছিলেন। …
আবদুল্লাহ আমার গর্ভে এসেছে এটা আমি জেনেছি দেড়মাস পর যেহেতু আমার ইরেগুলার পিরিয়ডের হিস্ট্রি ছিলো তাই জানাটাও দেরিতে হয়। যদিও মিস যাওয়ার পর পরই টেস্ট করাতে নেগেটিভ দেখায়। তবুও কিভাবে কী হয়েছে আল্লাহু আলাম। ১.আমি আর আমার স্বামী ঢাকায়। আমরা …
কৌতুহলী ডাক্তার ক্লাইন্ট
চমৎকার এক অভিজ্ঞতা হল এই সপ্তাহে। ডাঃ এলমা (ছদ্মনাম) আপুর ছোট্ট বেবিটার আকীকায় গেলাম আলহামদুলিল্লাহ। আকীকায় যাওয়ার মূল উদ্দেশ্য ছিল বাবুটাকে দেখা। কি যে ইচ্ছা হয় আমার ক্লায়েন্টদের বাবুগুলা দেখার যদি জানতেন! এইযে আপনাদের প্রেগন্যান্সি জার্নিতে সাথে থাকা, ছোট মানুষটার …