কৌতুহলী ডাক্তার ক্লাইন্ট
- Posted by MNCC Moderator
- Categories Doula Service, Others
- Date March 28, 2024
- Comments 0 comment
চমৎকার এক অভিজ্ঞতা হল এই সপ্তাহে। ডাঃ এলমা (ছদ্মনাম) আপুর ছোট্ট বেবিটার আকীকায় গেলাম আলহামদুলিল্লাহ।
আকীকায় যাওয়ার মূল উদ্দেশ্য ছিল বাবুটাকে দেখা। কি যে ইচ্ছা হয় আমার ক্লায়েন্টদের বাবুগুলা দেখার যদি জানতেন! এইযে আপনাদের প্রেগন্যান্সি জার্নিতে সাথে থাকা, ছোট মানুষটার মুভমেন্ট সম্পর্কে জানা, তার প্রতীক্ষায় থাকা, তার আগমনের প্রস্তুতিতে সাহায্য করা – এসব কিছুতে সেই অনাগত অতিথি কখন যেন খুব আপনজন হয়ে উঠেন। তাকে দেখার ভীষন সাধ হয়। তো উনাদের দেখার যখন এমন সুবর্ণ সুযোগ পাওয়া যায়, সেটা হাতছাড়া করি কিভাবে?
এলমা আপুকে নিয়ে একটু বলে নেই। আপু আর ভাইয়া দুইজনেরই চট্টগ্রামে পোস্টিং, বিসিএস ক্যাডারে মেডিক্যাল অফিসার। আপু আছেন মেটার্নিটি লিভে।
কয়েক বছর ইনফার্টিলিটির পর এটা valuable pregnancy ছিল। আপুর ক্রনিক এংজাইটি ডিসঅর্ডার ছিল। ভীষন দুশ্চিন্তা করতেন। এ জন্য এন্টি সাইকোটিক ড্রাগস লাগতো। তবে আপুকে দেয়া আর্ট এক্টিভিটি দেখে মাতৃত্ব নিয়ে আপুর সাবকনশাস ভাবনা খুব পজিটিভ মনে হয়েছিল আলহামদুলিল্লাহ।
✳তবে আপুর সবচেয়ে উল্লেখযোগ্য গুন ছিল প্রশ্ন করা! আপু ডাক্তার হলেও এত চুলচেরা প্রশ্ন করতেন মাশাআল্লাহ! এবং আমি খুব এনজয় করতাম এটা। উনিই এই পর্যন্ত আমার সবচেয়ে বেশি curious ও eager to learn ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ। ব্যাপারটা আশ্চর্যজনক না? মূলত, আপু ডাক্তার হওয়ায় জানেন যে প্রেগন্যান্সি-ডেলিভারি-ল্যাক্টেশনে অনেক বিষয় আছে যা জানা প্রয়োজন।
আপুর অন্যান্য কিছু কম্পলিকেশন ছিল: হরমোনাল মেডিসিন নিতে হয়েছিল, এবং তাছাড়াও ছিল জিডিএম এবং হাইপোথাইরয়েডিজম। সবকিছু মিলিয়ে আপুর ডক্টর এবং আপু রিস্ক নেয়া ঠিক মনে করেন নি। আপুর সি সেকশনে ডেলিভারি হয়।
আপু ডিলেইড কর্ড কল্যাম্পিং নিয়ে জানতেন না, আমার থেকেই প্রথম জানলেন। কিন্তু তিনিই আমার প্রথম ক্লায়েন্ট যিনি সফলভাবে কর্ড কল্যাম্পিং ডিলে করতে পেরেছেন আলহামদুলিল্লাহ! অথচ এই মানুষটাকেই যখন প্রথম পরিচয়ের দিন জিজ্ঞেস করেছিলাম ডেলিভারি নিয়ে আপনার ইচ্ছা কি, তিনি উত্তর দিয়েছিলেন যে ডাক্তার যা বলেন তাই! সচেতনতা ও শেখার আগ্রহ কি অসাধারণ গুণ!
বাবু হওয়ার কয়েকদিন পর আমাকে আকিকায় দাওয়াত দেন। তাও বাসার একদম কাছেই এক বুফ্যেতে! মনে হলো যেন আল্লাহই চাচ্ছেন আমি যাই। আপু যে কি খুশি হলেন! সাথে সাথে আরো কিছু বিষয় জানতে চাইলেন। বার্পিং, ফিডিং, swaddling দেখতে চাইলেন। আসলে সামনাসামনি ভিসিটে অনেক কিছু দেখানো ও বুঝানো সম্ভব হয় আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আপুদের সাথে অন্যরকম একটা সম্পর্ক গড়ে ওঠে। ছোট্ট জানটাকে কোলে নেয়াও কি যে চমৎকার একটা অনুভূতি আলহামদুলিল্লাহ!
আপুর আর বাবুটার জন্য অনেক অনেক দুআ আর ভালোবাসা।
সালসাবিল কাওসার
দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ডিউ ডেটের পর আমার ৩য় নরমাল ডেলিভারির গল্প
১।আমার এবারের প্রেগন্যান্সিটা ফিজিক্যালি, মেন্টালি বেশি স্ট্রেস্ফুল ছিল। ৬মাস রেগুলার এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিক্যাল ডিউটি, বড় দুইটার দেখাশোনা, ইমোশনাল ব্রেক ডাউন – সব মিলিয়ে একটু কম যত্ন নিয়েছিলাম নিজের৷ আলহামদুলিল্লাহ, আল্লাহ সেসব দিন পার করে দিয়েছেন। আমার ইডিডি ছিল ২২/২/২৪। …
যেভাবে সন্তানকে ভালো রাখা যায়
আমার বাচ্চাটাকে কানাডাতে আলহা’মদুলিল্লাহ এখন পর্যন্ত রব্বুল আ’লামীন হিফাজতে রেখেছেন। আমি সাধারণত আমার বাচ্চাকে নিয়ে কখনও গর্ব করি না, তার ছবি পোস্ট করি না, খুব একটা কিছু লিখিও না। আল্লাহর আমানত, আমার অহংকার করার কিচ্ছু নাই। আজকে লিখছি, একটা বাচ্চা …