দৌলা ডায়েরী – ১২
নভেম্বর ২০২২
নভেম্বরে ডেট ছিল ব্যাচ ৬ এর সুবর্ণা বন্যা আপুর। ১ম প্রেগন্যান্সি, নরমাল ডেলিভারি চাচ্ছিলেন। পাবনায় থাকেন। এক্সারসাইজের প্রতি বেশ সচেতন ছিলেন। ন্যাচারালি পেইন উঠেছিল, কিন্তু কিছু বাজে ডিসচার্জ যাচ্ছিল। একসময় তাজা লাল রক্ত যেতে শুরু করে এবং দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলি। কিছু সমস্যা থাকায় সি-সেকশনের সিদ্ধান্ত নেয়া হয়।
আপু পরে জানান যে জীবনে এই প্রথম উনার দুয়া কবুল হলো না, এর বিনিময় তিনি আল্লাহর কাছে চাইবেন! Loved her positivity, MashaAllah!
– রাবেয়া রওশীন
ভার্চুয়াল দৌলা, রৌদ্রময়ী স্কুল