কিছু মিশ্র অভিজ্ঞতা
- Posted by MNCC Moderator
- Categories Blog, Doula Service, Rabeya Rowshin
- Date October 20, 2023
- Comments 0 comment
এতদিন ধরে যারা “দৌলা ডায়রী” সিরিজটি পড়ছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে, প্রতিটা গল্প যত অল্প কথায় বলে ফেললাম প্রতিটা কেস হ্যান্ডেল করা মোটেও এত অল্প সময়ে হয়ে যায়নি। প্রতিটি আপুর সাথেই অনেক অনেক চ্যাট, ফোনালাপ হয়েছে। এ যাবত হ্যান্ডেল করা আমার ক্লায়েন্টদের মাঝে থেকে কয়েকজনের কেস স্টাডি উপরে তুলে ধরেছি। এর বাইরেও উল্লেখযোগ্য কয়েকটি কেসের বিশেষ কিছু দিক বলছি।
লন্ডনে একজন ক্লায়েন্ট ছিলেন যার পানির পরিমাণ প্রেগন্যান্সির শেষ দিকে এসে বেশ কমে গিয়েছিল। এরপরও লেবার প্রগ্রেসের অংশ হিসেবে মেডিকেল টিম পানি ভেংগে দেয়। মাত্র ২ সেমি পানি নিয়ে ওরা নরমাল ডেলিভারি করায়। কম পানির জন্য বাচ্চার মাথা স্মুথলি বের হতে পারছিল না, অনেক লং লেবার হচ্ছিল। বিভিন্ন লেবার প্রগ্রেস পজিশন সাজেস্ট করেছিলাম। শেষে ফোরসেপ ডেলিভারি করানো হয়। ডেলিভারি খুবই কষ্টকর ছিল এবং পোস্ট ডেলিভারি নানা রকম পেইন ছিল, অনেক দিন পর্যন্ত সেগুলো ভুগিয়েছে উনাকে। বাইরের দেশের হাসপাতালগুলোতেও তারা প্রটোকল অনুযায়ী কাজ করে, ন্যাচারাল ফ্রেন্ডলি না। হাসপাতাল মিডওয়াইফরাও হাসপাতাল প্রটোকল ফলো করে। প্লাস বাইরের দেশে পানি ভেংগে দেয়ার প্র্যাকটিসটা বেশ কমন দেখেছি।
আরেকজন ক্লায়েন্ট ছিলেন ইটালিতে। কোন ভিব্যাক সাপোর্টিভ ডাক্তার পাননি। ভিব্যাক এখনো উন্নত দেশগুলোর সব জায়গায়ও এতটা কমন ঘটনা হয়নি।
আমেরিকার নিউ ইয়র্কে একজন ভিব্যাক ক্লায়েন্ট ছিলেন। লেবারের ল্যাটেন্ট ফেইযে কন্টিনিউয়াস ব্রাউনিশ ডিসচার্জ যাচ্ছিল, ডাক্তার একে স্বাভাবিক বলে বাসায় পাঠিয়ে দিয়েছিল। ঘরে ফ্যামিলির সহযোগিতায় ও নিজের চেষ্টায় অনেক এক্সারসাইজ করেন, বেশ লং ছিল লেবার। ব্যাথা আরো বাড়লে হাসপাতালে যান। ওখানে ভিব্যাক পেশেন্টকেও নরমাল ডেলিভারির পেশেন্ট এর মতোই দেখেছে। লাস্টে পিটোসিন দেয় আর তাতে উনার লেবার খুব দ্রুত প্রগ্রেস করে যা মেডিকেল টিমও অনুমান করতে পারেনি৷ হঠাৎই পুশিং শুরু হয় আর শুইয়ে রেখে, “পুশ, পুশ” চিৎকার করে লেবারের পুশিং স্টেজে। এতে উনার বাজে টিয়ার হয় যা পরবর্তীতে বেশ ভুগিয়েছে।
ইংল্যান্ডে আরেকজন ক্লায়েন্ট ছিলেন যার ৩য় প্রেগন্যান্সি ছিল। আগের প্রেগন্যান্সিতে ওখানে উনি সরকারিভাবে প্রোভাইড করা প্রিনাটাল কোর্স করেছেন। কিন্তু রৌদ্রময়ী প্রিনাটাল কোর্সে আরো অনেক ডিটেইলস পড়ানো হয় এটা জানিয়েছেন। এবার ন্যাচারাল বার্থের জন্য উনার নলেজ ও প্রিপারেশন আগের বারের চেয়ে বেশি ভালো ছিল। বেবি অনবরত পজিশন চেইঞ্জ করছিল লেইট প্রেগন্যান্সিতেও। সাধ্যানুযায়ী ব্যয়াম করার পরও উনার বাবুটা সেফালিক পজিশনে সেটেল করছিল না। ৩৮ সপ্তাহের শেষে পানি ভেঙ্গে যায়, ধীরে ধীরে লেবার পেইন শুরু হয়ে বাড়তে থাকলেও বাচ্চার পজিশন ছিল আড়াআড়ি (ট্রান্সভার্স) যার কারণে কর্ড প্রলাপ্স (বাচ্চার আগে নাড়ী নেমে আসা) হয়ে যাওয়ার ঝুঁকি ছিল এবং এর ফলে বাচ্চার লাইফ রিস্ক সৃষ্টি হতে পারত বলে মেডিকেল টিম ইমার্জেন্সী সিজারের ডিসিশান নেয়। বাবুটা অপারেশন রুমেই মায়ের থেকে দুধ খায় এবং মা ও বাচ্চা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। জেন্টল সিজারিয়ানের অপশনগুলো উনাকে জানিয়েছিলাম। ব্যাক্তিগত পরিস্থিতি ও নিজের শারীরিক অবস্থার কারণে সব মেইনটেইন করা যায়নি।
ক্লায়েন্ট ডিল করতে গিয়ে প্রকাশিত, অপ্রকাশিত এমন অসংখ্য ঘটনায় দিন দিন অভিজ্ঞতার ঝুলি ভরছে, আলহামদুলিল্লাহ।
– রাবেয়া রওশীন
ভার্চুয়াল দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …
যেভাবে সন্তানকে ভালো রাখা যায়
আমার বাচ্চাটাকে কানাডাতে আলহা’মদুলিল্লাহ এখন পর্যন্ত রব্বুল আ’লামীন হিফাজতে রেখেছেন। আমি সাধারণত আমার বাচ্চাকে নিয়ে কখনও গর্ব করি না, তার ছবি পোস্ট করি না, খুব একটা কিছু লিখিও না। আল্লাহর আমানত, আমার অহংকার করার কিচ্ছু নাই। আজকে লিখছি, একটা বাচ্চা …