দৌলা ডায়েরী – ২
ফেব্রুয়ারী ২০২২!
২ তারিখ ডিউ ডেটে ৬ষ্ঠ ব্যাচের সোনিয়া আপুর পেইন ন্যাচারালি শুরু হওয়ার পরও ইন্ডিউস করা হয়। ইন্ডিউসের পর আপু খুব কষ্ট পাচ্ছিলেন তাই এপিডুরাল অফার করা হয়। এরপর আপু ঘুমাতে পারেন আর এর মাঝে ফুল ডাইলেশন হয়। আপুর কথা অনুযায়ী পুশিং এর সময় এপিডুরাল বন্ধ করে দিলে উনি আরো ভালো ভাবে পুশ করতে পারতেন, এটা দেয়া ছিল তাই পুশিং স্টেজটা কিছুটা লং হয়েছে। আপুর অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, আমাদের দেশে মায়েরা প্রিপারেশন নিলে নরমাল ডেলিভারি তো সম্ভব ইনশাআল্লাহ, কিন্তু ন্যাচারাল বার্থ এর জন্য মেডিকেল পারসনদের এই নিয়ে প্রিপারেশন ও সহযোগিতা অনেক জরুরী। আপু লেবার ওয়ার্ডে ঢুকে যাওয়ার পর উনার হাজব্যান্ডই যে কোন প্রয়োজনে বা কোন তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করছিলেন কারণ তারা আপুকে ফোন নিতে অনুমতি দেয়নি। একজন দৌলার উপস্থিতি পরিবারের মানুষদের জন্যও অনেক স্বস্তির কারণ হয় আসলে।
রাবেয়া রওশীন
ভার্চুয়াল দৌলা, রৌদ্রময়ী স্কুল