দৌলা ডায়েরী – ৪
মার্চ ২০২২
সাফিয়া সুলতানা সাথী আপুর ভিব্যাকের স্বপ্নের কথা তো মনে হয় এতদিনে গ্রুপের সবাই জেনে গিয়েছেন। ইয়েস, আপুর আজ সকালে ভিব্যাক হয়েছে আলহামদুলিল্লাহ!!
আপুর ভার্চুয়াল দৌলা হিসাবে জানি কী পরিমাণ সাহস করেছেন উনি! ডাঃ ফাতেমা আপুর কাছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দূরত্বের কারণে যেতে পারেননি। বাসার কাছের অন্য কোন হাসপাতালে যেতে ভরসা পাচ্ছিলেন না। শেষে অভিজ্ঞ দাই-য়ের সাহায্যে ঘরে ডেলিভারি হয় আপুর। (যদিও প্রিনাটাল কোর্সে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে হোম ডেলিভারিতে কাউকে উৎসাহিত করিনা, কিন্তু কেউ নিজ থেকে এটা বেছে নিলে দৌলা হিসাবে তাকে সহযোগিতা করা আমার দায়িত্ব।)
সাথী আপু নিউট্রিশনের প্রতি অনেক সচেতন ছিলেন, ব্যায়াম-হাটা প্রাকটিস করতেন নিয়মিত। মাঝে মাঝেই মেসেজ দিতেন আমাকে আর কী কী উনি করতে পারেন! সবচেয়ে বড় কথা, হোম বার্থের ব্যাপারে উনি অনেক পজিটিভ ছিলেন। আপু কোর্সের বাইরেও আমানি বার্থ বই পড়েছেন, বিভিন্ন ভিব্যাক বার্থ স্টোরি পড়তেন যা উনাকে মোটিভেটেড থাকতে অনেক সাহায্য করেছে বলে মনে করি।
আপুর তিন দিন ধরে লেবার পেইন ছিল, শেষ দিকে দূর্বল হয়ে গিয়েছিলেন। একজন মা কতটা ধৈর্য ধরতে পারেন সেটা সেই মা-ই জানেন!
রাবেয়া রওশীন
ভার্চুয়াল দৌলা, রৌদ্রময়ী স্কুল