দৌলা ডায়েরী – ৫
৬ষ্ঠ ব্যাচের ডাঃ তাসলিমা জান্নাত আপুর নরমাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। আপুর ভার্চুয়াল দৌলা ছিলাম, পুরো সময়ে উনার শান্ত ও নরমাল হবে ইনশাল্লাহ এই কনফিডেন্স আমার খুব ভালো লেগেছিল। দৌলা হিসাবে যা যা পরামর্শ আপুকে দিয়েছিলাম ফলো করতে চেষ্টা করেছিলেন। উনার বাবু ব্রিচ ছিল ৩৫ সপ্তাহেও। কিছু ব্যায়াম সাজেস্ট করেছিলাম সেগুলো ১ সপ্তাহ ফলো করার পর উনার বাবু সেফালিক হয়ে যায় আলহামদুলিল্লাহ।
ফ্যামিলি মেম্বাররাও ব্যায়ামে অনেক হেল্প করেছেন উনাকে, বাসায় ও হাসপাতালে। লেবারের একটা বড় সময় ঘরে পার করে এরপর হাসপাতালে কেবিন নেন, তখনো আমার পরামর্শমতো বিভিন্ন ব্যায়াম করছিলেন। উনার ডাক্তার লেবার আরো দ্রুত প্রগ্রেস করার জন্য ওরাল মেডিসিন দেন। শেষ দিকে ডেলিভারি রুমে নেয়া হয় উনাকে। বাচ্চার মাথা ক্যাপুট হয়ে যাচ্ছিল বলে এপিসিওটমি দেয়া হয়।
ডাক্তারদেরও দৌলা প্রয়োজন হতে পারে৷ দৌলা এমন কিছু নলেজ ও সাপোর্ট শেয়ার করতে পারেন যাতে এমবিবিএস ডাক্তারদেরও হেল্প হয়।
রাবেয়া রওশীন
ভার্চুয়াল দৌলা, রৌদ্রময়ী স্কুল