একজন রাগী, তেজী মায়ের বদলে যাওয়ার গল্প
আসসালামু আলাইকুম,
রৌদ্রময়ী আয়োজিত How to raise a muslim kid, কোর্সটি করার তৌফিক আল্লাহ তায়ালা দিয়েছেন সেজন্য অশেষ কৃতজ্ঞতা রবের প্রতি। এখানে এমন কিছু বিষয় শিখছি যা আমাকে বাচ্চা দেখাশোনার পাশাপাশি, ভাল মুসলিম উম্মাহ গড়ে তুলতে সাহায্য করবে ইন শা আল্লাহ।
🔰 রিভিউঃ
রৌদ্রময়ী স্কুল আয়োজিত How to raise a Muslim child কোর্সটি থেকে অন্নেক কিছু শিখছি।
কিছু বিষয় শেয়ার করছিঃ
১) আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে অনেক।
যেমনঃ প্যারেন্টিং অনেক বিশাল সমুদ্রের মতোন বড় বিষয়, মৃত্যুর আগ পর্যন্ত শিখে যেতে হয় আমাদের। তাও এই শিক্ষাগুলা স্যেকুলার শিক্ষায় শিক্ষিত অবুঝ মাতাপিতার জন্যে এক ঝলক আশার আলো বৈকি!
ইসলামীক প্যারেন্টিং এর ব্যাপারে এই কোর্স করেই জেনেছি মা শা আল্লাহ
কানেকশান বিল্ড আপ কেন দরকার এটা আজীবন স্থায়ী একটা বন্ধন বাচ্চার সাথে, সেটাও জেনেছি আলহামদুলিল্লাহ
২) মাতৃত্বের চ্যালেঞ্জ মোকাবেলা প্রতিটা মাকেই করতে হয়। কিন্তু যদি কি কি চ্যালেঞ্জ আসবে, সেটা জানা থাকে, হ্যান্ডেল করা ইজি হয়ে যায় আর কনফিডেন্স টাও বেড়ে যায় মা শা আল্লাহ
বাচ্চা পালার নানান চ্যালেঞ্জ জানতে
অবশ্যই কোর্সটা করা উচিৎ
৩) এই কোর্সটির অনেকগুলা পয়েন্ট আমার জন্য অনেক উপকারী মনে হয়েছে,
প্রথমেই বলব ইনডাকশন মেথড নিয়ে,
আমরা নরমালি বাচ্চা উল্টাপাল্টা কাজ করলে বকা দেই, বাচ্চা সেটা না বুঝে একই ভুল বারবার করে!
কিন্তু উল্টাপাল্টা কাজ করলে, সেটার ফলাফল কি, কেন করা উচিৎ না এটা বুঝিয়ে বললে ভাল ফলাফল পাওয়া যায়! এই কাজটায় সবচেয়ে বেশি ভুল করে থাকে প্যারেন্টস রা, তাই এটা অনেক উপকারী একটা টপিক ছিল।
আবার সূরা লোকমান, ইউসূফে প্যারেন্টিং এর চমৎকার দিক নির্দেশনা দেয়া আছে, আমরা কয়জন সেটা জানি/পড়েছি? পড়ে উপলব্ধি করেছি?
এই গুরুত্বপূর্ণ টপিকগুলা কোর্সে ফোকাস করে পড়ানো হয়েছে..
আবার, আমরা বাচ্চাদের কাছে আশা করি, তারা একদম ভাল বাচ্চা হয়ে থাকবে, অথচ নিজেরা ভাল মা-বাবা হই না!
নিজেদের বাচ্চার রোল মডেল নিজেদেরই হতে হবে, ভাল কাজটা নিজেদেরই আগে শুরু করে বাচ্চাদের শেখাতে হবে এটা ভুলে যাই!
বাচ্চারা পরিবেশ থেকে দেখে শিখে,
বলে কখনোই শেখানো যায় না!
এছাড়াও পাওয়ার স্ট্রাগল, ডিসিপ্লিন, যোগাযোগ দক্ষতা, ক্রিটিসিজম, ট্যাম্পার টন্ট্রাম, রাসূল (স) এর সুন্নাহ অনুযায়ী প্যারেন্টিং , ঈমানের বীজ বপন করা, ইসলামীক হোম, হোম স্কুলিং কিভাবে করে, আর্লি লিটারেসি কেন ইম্পর্ট্যান্ট, বাচ্চাদের স্বাস্থ্যগত নানান দিক প্রভৃতি বিষয় নিয়ে অন্নেক আলোচনা হয়েছে!
সব একটা লিখায় আনা সম্ভব না আসলেই!
🔰যারাই সন্তানকে বুঝতে চান
ইসলামি পন্থায় বাচ্চাকে মানুষ করতে চান এই ফেতনার যুগে, যেসব মায়েদের জন্যে এই কোর্সটা একটা মাস্ট!
এই টাকা সন্তানের ভবিষ্যতের কল্যানের অংশ হিসেবে ধরে নিয়েছি আলহামদুলিল্লাহ
এই ৫টা ক্লাস থেকে যে বেনিফিট আসছে, সেটা অমূল্য, কোন মাপকাঠিতেই এটা মাপা যায় না..
একজন রাগী, তেজী মায়ের প্যারেন্টিং এর ধ্যান ধারনা বদলে দেয়ার জন্যে, রৌদ্রময়ী টিমকে, ইন্সট্রাক্টর আপুদের জাযাকাল্লাহ খাইরান।
– ফারিয়া আবেদিন রাফা