আমার স্ত্রীর VBAC ও রৌদ্রময়ী প্রিনাটাল কোর্স
আল্লাহর অশেষ দয়া আর তারপর আপনাদের সকলের দুআয় আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে একজন পুত্র সন্তান উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আমি ও আমার স্ত্রী মহান আল্লহর দরবারে হৃদয় নিংড়ানো শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিন্যাটাল টীম এর প্রত্যেক সদস্যের প্রতি যাঁদের প্রশিক্ষণ, যত্ন এবং শুভকামনা আমাদের সাথে ছিলো সবসময়।
মহান রব্বুল আলামীন আপনাদের সকলের জন্য দুনিয়ার জীবন ও জান্নাতের পথকে সহজ করে দিন, আমীন।
আর বিশেষ কৃতজ্ঞতা জানাই ডাঃ ফাতেমা ম্যাডামের প্রতি, যাঁর কন্টিনিউয়াস সাপোর্ট এবং কাউন্সেলিং আমাদেরকে প্রতিটি ধাপে সাহায্য করেছে। আল্লহ্ ম্যাডামকে অনেক বারাকাহ্ দান করুন আর তাঁর মত ডাক্তারের সংখ্যা আরো বাড়িয়ে দিন, আমীন।
VBAC এর জন্য আমরা অনেক ডাক্তারের কাছেই গিয়েছি। কিন্তু উনি প্রথম দিন থেকেই যেভাবে সাহস আর সাপোর্ট দিয়েছেন তা আমরা খুব কম যায়গাতেই দেখেছি। তাঁকে আমরা আগা-গোড়াই খুব আন্তরিক পেয়েছি, আলহামদুলিল্লাহ্।
যদিও আমরা শেষ পর্যন্ত পারিবারিক কারনে ওনার হাতে ডেলিভারীটা করাতে পারিনি কিন্তু এটুকু অবশ্যই বলবো যে ওনার ক্লাস এবং চেম্বার কাউন্সেলিং আমাদেরকে বেশ সাহস যুগিয়েছে।
পরিশেষে কোর্স এর অন্য সকল বোনেদের মধ্য থেকে বোন রাবেয়ার কথাটুকু না বললেই নয়। আমার স্ত্রী এখনও বারবার ওনার কথা বলছেন। বিশেষ করে তার সহজ কথায় ক্লাসের বিষয়গুলো আন্তরিকভাবে বুঝিয়ে বলাটা আমাদেরকে লেবারের সময় অসম্ভব হেল্প করেছে (বারকাল্লহু লাহা), আল্লাহ তাঁকে কবুল করুন এবং উত্তম পুরস্কার দিন, আমীন।
আমার স্ত্রী প্রিন্যাটাল কোর্স এর ৮ম ব্যাচ এর ছাত্রী ছিলেন। তাঁর লেবার মোটামুটি ৩০ ঘন্টা দীর্ঘ ছিলো, অবশেষে VBAC সম্পন্ন হয়, আলহামদুলিল্লাহ।
হাসান বিন আলী
রৌদ্রময়ী প্রিনাটাল কোর্স, ব্যাচ ৮