দৌলা সাপোর্ট নিয়ে গবেষণা কি বলে আসুন জেনে নিই
গবেষণায় দেখা গিয়েছে লেবার ও ডেলিভারীর সময় একজন সহায়ক ব্যাক্তি / দৌলা সাথে থাকলে মা বিভিন্ন রকম সাহায্য পেয়ে উপকৃত হন। মায়ের ইমোশন বুঝে সবসময় পাশে থেকে তাকে আশ্বস্ত করা এবং তার প্রশংসা করা একজন দৌলার কাজ। লেবারের অগ্রগতি সম্পর্কেও বিভিন্ন তথ্য দৌলা সময়মত দেন। এছাড়া বিভিন্ন কৌশল অবলম্বন ও আরামদায়ক পরিবেশ সম্পর্কেও দৌলা পরামর্শ দিতে পারেন।
এখনকার সময়ে লেবারে সহায়ক ব্যাক্তির অনুপস্থিতির জন্য মায়েদের লেবার ও ডেলিভারির অভিজ্ঞতা দিন দিন অপ্রীতিকর হয়ে উঠছে। আধুনিক চিকিৎসায় মায়েদের নিয়মমাফিক ট্রিটমেন্টের বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যেতে হয়। এবং তাদের আবেগীয় ব্যাপারগুলোর দিকে একদমই খেয়াল রাখা হয় না। লেবারের সময় সহায়তা করলে এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই এগিয়ে যায়, ডেলিভারি সহজ হয় এবং মা নিজের মধ্যে আত্মবিশ্বাস অনুভব করেন। এটা মায়েদের বিভিন্ন মেডিকেল হস্তক্ষেপের উপর নির্ভরশীলতাও কমিয়ে দেয়।
এ বিষয়ে আমরা ২৭ টি স্টাডি খুঁজে পেয়েছি যাতে ১৭ টি দেশের পনের হাজারের বেশী মহিলা অংশগ্রহণ করেছিল। লেবারের সময় তারা সহায়তা পেয়েছিল নার্স বা মিডওয়াইফ থেকে, প্রফেশনাল দৌলা থেকে এবং কেউ কেউ নিজের কাছের মানুষ থেকেও। ২০১৭ সালের আপডেট অনুযায়ী বলা যায়, লেবারের সময় সহায়তা দুই ভাবে সাহায্য করে –
- প্রথমত: স্বতঃস্ফূর্ত ভাবে স্বাভাবিক ডেলিভারি হয় যেখানে ফোরসেপ বা ভ্যাকুয়াম এর প্রয়োজন হয় না।
- দ্বিতীয়ত: লেবার সংক্ষিপ্ত হয়।
এক্ষেত্রে বলা যায়, যারা সহায়তা পাচ্ছে তাদের ক্ষেত্রে ব্যাথানাশক ওষুধ, এপিডুরাল, ভ্যাকুয়াম ও ফরসেপ ডেলিভারি, সি সেকশন এবং ডেলিভারির সময় অপ্রীতিকর অভিজ্ঞতা ও পরবর্তী সময়ে ডিপ্রেশন কম হয়।
লেবারে যে সব মা কোন সহায়তা পাননি এবং যারা দৌলার সহায়তা পেয়েছেন তাদের তুলনা করলে চমৎকার ফলাফল দেখা যায়। দৌলা যদি মায়ের পরিচিত কেউ বা হসপিটালের কোন স্টাফ না হয়ে প্রফেশনাল দৌলা হন, এবং তিনি একটানা সাপোর্ট দিতে থাকেন, তখন সবচেয়ে সফল ডেলিভারি হয়ে থাকে। এ অবস্থায়ঃ
- সি সেকশনের ঝুঁকি ৩৯% কমে যায়
- লেবার স্বতঃস্ফূর্তভাবে শুরু হওয়ার সম্ভাবনা ১৫% বাড়ে
গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণ বলে দৌলা দ্বারা সহায়তা প্রাপ্ত মায়েদেরঃ
- কম ওজনের (LBW) শিশু জন্মদানের ঝুঁকি চারগুণ কমে যায়
- নিজেদের বা বাচ্চার জন্মগত জটিলতার ঝুঁকি দুই গুণ কমে যায়
- লেবার ৪১ মিনিট কমে যায়
- ব্যথা উপশমের ওষুধ ব্যবহার ১0% হ্রাস পায়
- খারাপ অ্যাপগার স্কোরের (নবজাতকের স্বাস্থ্য মাপার স্কেল) ঝুঁকিতে ৩৮% হ্রাস পায়
- প্রসব অভিজ্ঞতা নিয়ে অসন্তুষ্ট হবার ঝুঁকি ৩১% হ্রাস পায়
শুধু মায়ের জন্যই না, বাবার জন্যও একজন দৌলার উপস্থিতি একটা আশীর্বাদ। দেখা গেছে যে একজন দৌলা থাকলে বাবা মায়ের প্রতি আরও যত্নশীল হন ও তাঁকে শারীরিক ও মানসিকভাবে আরও উৎসাহ দেন। বাবারা নিজেরাও একটা ভরসা পান। গবেষণার ফলাফলগুলো দেখে বোঝা যায় একজন দৌলার কাছ থেকে সন্তান, বাবা ও মা পুরো পরিবার উপকৃত হতে পারে।