আমার VBAC এর গল্প
- Posted by MNCC Moderator
- Categories Birth Story, Others
- Date October 14, 2023
- Comments 0 comment
আসসালামু আলাইকুম। আমি প্রিন্যাটাল কোর্স এর প্রথম ব্যাচের ছাত্রী। আমি নিয়ত করেছি আমার বেবি হওয়ার পর আমার অভিজ্ঞতা শেয়ার করবো।
যাই হোক, প্রথম থেকেই আলহামদুলিল্লাহ প্রতিটা ক্লাস খুব ভালো লেগেছিল, ক্লাস শেষ করে একটা রিভিউও লিখেছিলাম, যতটুকু পেরেছি।
আলহামদুলিল্লাহ, আমি প্রতিটা ক্লাস করার পর, স্পেশালি রাবেয়া আপুর লেবার রিলেটেড ক্লাস করার পর, আলহামদুলিল্লাহ এতটা কনফিডেন্স পেয়েছিলাম যে, প্রথম বেবি সিজার হওয়ার পরে, মনে মনে প্ল্যান করছিলাম যে, আল্লাহ যদি চায় পরের বেবিটা নরমালি ট্রাই করবো এবং আমি নিজেকে সেভাবে প্রিপেয়ার করছিলাম। এক্সারসাইজ করতাম, আপু যে ধরনের এক্সারসাইজগুলা বলেছিল, সেগুলো প্রায়ই চেষ্টা করতাম। হয়তো রেগুলার পারতামনা, কারণ সবসময় বাসার কাজের জন্য হয়ে উঠতো না, কিন্তু চেষ্টা করতাম যতটুকু পারি করার জন্য।
আলহামদুলিল্লাহ, আপুর কাছ থেকে কনফিডেন্স পেয়ে আমি নরমাল ডেলিভারির জন্য প্রসেস করি। আমি দেশের বাইরে আছি। আমার প্রথম বেবির সাথে দ্বিতীয় বেবির গ্যাপ চার বছর। শেষের দিকে এসে যেটা হয়, রাবেয়া আপুর ক্লাসের নোটগুলা আবার পড়া শুরু করলাম, কিভাবে কি করতে হবে, কোন পজিশনে কি করতে হবে, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি প্রতিটা স্টেপই করার জন্য। হিপ রোটেশন, পেলভিক রক এবং আরও যে ধরনের এক্সারসাইজ গুলা আপু বলেছিল, আলহামদুলিল্লাহ সবগুলোই করার চেষ্টা করেছি। আল্লাহর অশেষ রহমতে আমি হাসপাতালে এডমিট হই এবং আমার নরমালেই ডেলিভারি হয়।
ডাক্তার এর সাথে যখন আমি কনসাল্ট করি, ডাক্তার আমাকে বারবার জিজ্ঞেস করে, নরমালে করবো নাকি সিজারে করবো। আমি যেহেতু আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম নরমালে ট্রাই করবো যতক্ষণ না পর্যন্ত সিভিয়ার কোনো কমপ্লিকেসি না হয়, আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি।
যেহেতু প্রথম বেবির ক্ষেত্রে আমার পেটে পানি কম ছিলো, আমি জানিনা কেন এমন ছিলো, এটা আল্লাহরই এক নিয়ামাহ, সেই কারণে আমাকে ইন্ডিউস করতে হয় এবং খুব দ্রুত ডেলিভারি করতে হয়। সেকেন্ড বেবির ক্ষেত্রেও ৪০ সপ্তাহ পার হয়ে গিয়েছিল এবং তখনও পেইন উঠছিলোনা। সেদিন আমার ডক্টর এর এপয়েন্টমেন্ট ছিলো এবং সেদিন থেকেই আমার ফলস পেইন হওয়া শুরু করে। আমি হাসপাতালের ডাক্তার এর কাছে চেকাপ করি এবং বলি যে আমি জানতে চাই আমার বাচ্চার মুভমেন্ট ঠিক আছে কিনা এবং পেটে পানি আছে কিনা। চেক করার পর দেখা গেলো, এই বেবির ক্ষেত্রেও পেটের পানি কমে গিয়েছে। তখন আমার কাছে জানতে চাওয়া হয়, যেহেতু ৪০ সপ্তাহ পার হয়ে গেছে, আমি নরমালে করবো নাকি সিজার করবো।
আমি জানাই আমি নরমালে ট্রাই করবো, তখন ওরা আমার সাথে ডিসকাস করে আমাকে সব প্রসিডিউর বলে দেয়। তখন আমার একটু একটু করে পেইন ওঠা শুরু করে, একটু উঠে আবার নেমে যায়। তখন ও-ই সময়টাতে আমি রাবেয়া আপুকে খুব জ্বালাতন করেছি, আপুর সাথে রেগুলার কথা বলেছি। যেমন, আপু আমার এই সমস্যা হচ্ছে, আমি কি করতে পারি। আপু আমাকে অনেক গাইড করেছে, অনেক কিছু বলেছে যেমন এই সময় কোন ব্যায়ামটা করতে হবে, ব্রিদিং রিলাক্সেশের ব্যায়ামগুলো করতে বলেছে, বিভিন্ন পজিশান ট্রাই করতে বলেছে, আমি সবগুলো আলহামদুলিল্লাহ ট্রাই করেছি।
প্রথমে আমাকে ইন্ডিউস করা হয়, এরপর সারভিক্স ওপেন হয়েছে কিনা চেক করে। সারভিক্স খুব একটা ওপেন হয়নি তখনও। তখন আমাকে বললো, আমরা তোমার পানি ভেঙে দিবো। এরপর এখানের প্রসেস অনুযায়ী আমাকে একটা গ্যাস দেয়া হয়, যাতে পেইনটা একটু রিলিফ হয়। এরপর আমাকে এপিডিউরাল দেয়ার কথা বলে এবং বলে দেয় যে এরপরেও না হলে সিজার করে ফেলতে হবে।
আলহামদুলিল্লাহ এরপর আমাকে এপিডিউরাল দেয়া হয়, আমি ট্রাই করতে থাকি, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত নরমালেই আমার বেবি হয়।
আমার খুব ইচ্ছে ছিলো সুন্দর করে গুছিয়ে লেখার। আমি জানিনা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, আমার কষ্টের কথা বা ইচ্ছার কথাগুলো কতটুকু প্রকাশ করতে পেরেছি আমি জানিনা। কিন্তু আমি রৌদ্রময়ীর আপুদের সম্পর্কে বলবো, আলহামদুলিল্লাহ প্রতিটা আপুই, নাঈমা আপু, নুসরাত আপু, রাবেয়া আপু, ফাতেমা আপু, সবাই খুবই আন্তরিক ভাবে ক্লাস নিয়েছেন, এবং প্রতিটা আপুই খুব ভালোভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করেছেন।
আমি বিশেষ করে দোয়া করবো আল্লাহ যেন রৌদ্রময়ীর প্রতিটা আপুকে যেন তাদের কাজে বারাকাহ দেন, অতি উত্তম নেয়ামত দান করেন, আল্লাহ যেন উনাদের আরও বেশি বেশি ভালো কাজ করার সুযোগ দান করেন এবং এর দ্বারা যেন আমাদের মতো অনেকেই উপকৃত হতে পারে, এজন্য রৌদ্রময়ীর জন্য অনেক অনেক দোয়া রইলো। আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভাবে যতটুকু শিখেছি আপুদের কাছ থেকে, ততটুকু দিয়ে আরও কয়েকজনকে যেন সাহায্য করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। জাযাকাল্লাহু খায়ের।
উম্ম নুসাইবা
১ম ব্যাচ, প্রিনাটাল কোর্স
Other post
You may also like
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ডিউ ডেটের পর আমার ৩য় নরমাল ডেলিভারির গল্প
১।আমার এবারের প্রেগন্যান্সিটা ফিজিক্যালি, মেন্টালি বেশি স্ট্রেস্ফুল ছিল। ৬মাস রেগুলার এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিক্যাল ডিউটি, বড় দুইটার দেখাশোনা, ইমোশনাল ব্রেক ডাউন – সব মিলিয়ে একটু কম যত্ন নিয়েছিলাম নিজের৷ আলহামদুলিল্লাহ, আল্লাহ সেসব দিন পার করে দিয়েছেন। আমার ইডিডি ছিল ২২/২/২৪। …
যেভাবে সন্তানকে ভালো রাখা যায়
আমার বাচ্চাটাকে কানাডাতে আলহা’মদুলিল্লাহ এখন পর্যন্ত রব্বুল আ’লামীন হিফাজতে রেখেছেন। আমি সাধারণত আমার বাচ্চাকে নিয়ে কখনও গর্ব করি না, তার ছবি পোস্ট করি না, খুব একটা কিছু লিখিও না। আল্লাহর আমানত, আমার অহংকার করার কিচ্ছু নাই। আজকে লিখছি, একটা বাচ্চা …