Back

আমার বাচ্চাটাকে কানাডাতে আলহা’মদুলিল্লাহ এখন পর্যন্ত রব্বুল আ’লামীন হিফাজতে রেখেছেন। আমি সাধারণত আমার বাচ্চাকে নিয়ে কখনও গর্ব করি না, তার ছবি পোস্ট করি না, খুব একটা কিছু লিখিও না। আল্লাহর আমানত, আমার অহংকার করার কিচ্ছু নাই।

আজকে লিখছি, একটা বাচ্চা কেন ভাল থাকে, সেটা জানানোর জন্য।

১) গত দশ বছরে মেয়েটা দশ দিনও টেলিভিশন সেটের সামনে বসেছে কিনা সন্দেহ আছে। অব্যবহারে দুটো টেলিভিশন সেট নষ্ট হয়েছে। গত পাঁচ বছরে একবারও মনে হয় অন করা হয়নি। শেষ কবে টিভি সেটের সামনে বসেছি, মনে করতে পারছি না।

২) ২০০৯ সালে কেনা পিএস৩, মেয়েটা বছর চার পর্যন্ত খেলে আর কখনও ধরেনি।

৩) মেয়েটা সিনেমা দেখে না, নাটক দেখে না। না বাংলা, না হিন্দী, না ইংরেজী, না ফরাসী।

৪) তার বিনোদন আর্ট ক্রাফট, অডিও বুক শোনা আর রান্না করা। প্রতিদিনই কোন না কোন নতুন কিছু রান্না করে সে। আমি অনুমান করছি, মনোযোগ দিয়ে রান্না বান্না করা তার ক্লান্তি দূর করার একটা উপায়।

৫) ছবি আঁকায় সেরা। পেশাদার শিল্পীদের মত খুবই নিঁখুত ছবি আঁকতে পারে। এ বছর স্কুলের জার্নালবুকের কভার পেইজ ডিজাইন করে প্রথম পুরস্কার পেয়েছে, আলহা’মদুলিল্লাহ। কিন্তু সে জানে ইসলাম জীবন্ত কিছু আঁকা সমর্থন করে না। সেই নীতি মেনে জীবন্ত কিছু সম্পূর্ণ আঁকে না। হয়তো পাখির একটা ডানা, কিংবা একটা চোখ, অবয়ব ছাড়া প্রাণী, এভাবেই আঁকে।

৬) রাত দশটার পরে বাসার কোন ডিভাইসেই ইন্টারনেট থাকে না।

৭) পড়াশোনা নিয়ে, মার্কস নিয়ে তাকে কখনোই কিছু বলিনা। আলহা’মদুলিল্লাহ, ক্লাস টপারদের মধ্যে একজন।

একথাগুলো কেন বললাম?

আপনার বাচ্চাকে কিশোর প্রেম, সমকামীতা, জিনাহ, হারাম সম্পর্ক, ইত্যকার যত রকমের অশ্লীলতা বা টিনেইজ সমস্যা আছে, সব রকমের পঙ্কিলতাকে রঙচঙ মাখিয়ে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য একটা শয়তানের বাক্সই যথেষ্ট। সেটা টেলিভিশন।

নাটক, নভেল, সিনেমাগুলোই বাচ্চাদের অশ্লীলতা শেখায়, কিশোর বয়সে নিষিদ্ধ বিষয়ে আগ্রহ বাড়িয়ে তোলে, ভুল পথে পা বাড়াবার অনুপ্রেরণা দেয়।

মাঝে মাঝে মনে হয়, মেয়েটা কি কানাডায় বড় হচ্ছে?মেয়েটার জন্য তেমন কিছুই করতে হয় না। ধর্মীয় বিষয়ে কোন জবরদস্তিও করি না। তাহলে এই মেয়েটাকে হেফাজত করছেন কে?

জীবনের সকল অসংগতির মাঝে আমার এই মেয়েটাকে একজনই হেফাজত করেছেন, আল্লাহ রব্বুল আ’লামীন। ফালিল্লাহিল হা’মদ।

আল্লাহ রব্বুল আ’লামীনের অনুগ্রহ, রহ’মাহ, আর মেয়েটার সদিচ্ছা। আল্লাহুম্মা বারিক লাহা!

আমার মেয়েটার জন্য দু’আ করবেন, যেন রব্বুল আ’লামীন সকল ঝড়-ঝঞ্ঝায় আমার মেয়েটাকে হেফাজত করেন, সঠিক হিদায়াত দান করেন।

প্রসঙ্গত, শুধু আমার বাচ্চা না। আমার বন্ধুদের বাচ্চারাও একই রকম। বারাকাল্লাহু লাহুম!

আর হ্যাঁ, শৈশব থেকেই শয়তানের বাক্স থেকে আপনার বাচ্চাদের দূরে রাখুন। বারাকাল্লাহু লাকুম।

সোহেল সরওয়ার