জানার কোনো বিকল্প নেই
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা হওয়া যেন এক বিস্ময়। এক miracle যেন দান করেছেন আল্লাহ তায়ালা আমাকে। রান্না করতে করতে ওইদিনও ভাবছিলাম, “আল্লাহ তো না দিলেও পারতেন!” হ্যাঁ তাই! আল্লাহ তায়ালা আল্লাহ তায়ালার আমানত না দিলেও পারতেন।
বিয়ের যখন ৫ বছর হয় তখন মারইয়াম আমার কোলে ৯ দিন বয়স ওর আলহামদুলিল্লাহ। কিভাবে যে চেয়েছি, কত যে কেদেছিলাম এই আমানতের জন্য! সুবহানাল্লাহ! যখনই কান্না করতাম আমার স্বামি আমাকে এই একটি আয়াত মনে করিয়ে দিতেন।
আল্লাহ তায়ালা বলেছেন,”নভোমন্ডল ও ভুমন্ডলের রাজত্ব আল্লাহ তা’আলারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই। কিংবা যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল।” (সুরা-শুরা ৪৯-৫১)
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা যখন এই আমানত দান করলেন হন্যে হয়ে গেলাম জানার জন্য কিভাবে এই আমানতকে আল্লাহর রাস্তায় বড় করবো, কিভাবে? এই প্রশ্ন এর উত্তর দু’হাত তুলে চাইতাম আল্লাহর কাছে। আল্লাহ মিলিয়ে দিলেন, pre natal কোর্স এবং সেই পথে হাটতে হাটতেই পেলাম “How to raise A Muslim chid” কোর্সটি। আলহামদুলিল্লাহ।
দু’আ অনেক বড় নিয়ামত।
হাদিসে এসেছে…”যখন বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক বাহু অগ্রসর হই। আর যখন সে আমার দিকে এক বাহু অগ্রসর হয় তখন আমি তার দিকে আরো দ্রুত অগ্রসর হই।” ( বুখারী,মুসলিম)
পুরো ক্লাসগুলোর রিভিউ কিভাবে লিখবো কয়েক বাক্যে আমার অজানা। আমার ভালো লাগা কিছু পয়েন্ট শুধু উল্লেখ করবো
*VVP technique,
*Role model,
*parenting style,
*বয়স অনুযায়ী ঘুম
*DIY technique
*healthy food habit and timing
*power struggle handling, এটা আমার জন্য অসাধারণ ছিল। এটা বড়দের ক্ষেত্রেও apply করা যায়
*connect before correct: It was a tremendous Learning for me. আগে বাচ্চাদের সাথে connection বাড়াতে হবে এরপর তাদের হিকমার সাথে correct করার চেস্টা করতে হবে।
*যোগাযোগ এর দক্ষতাঃ এই শিক্ষা যে কোন সম্পর্কের উন্নয়ন এ কাজে লাগানো যায় আলহামদুলিল্লাহ।
*criticism vs feedback: we people are Ph.D. in criticism but dont know how to give feedback to encourage others
*আত্নবিশ্বাসী করার ক্ষেত্রে কোন বয়সে কি ধরণের বাসার কাজ দিবো এই বিষয়ে বিস্তারিত
* ইসলামের আলোকে parenting
*সূরা ইউসুফ থেকে, সূরা লোকমান থেকে, রাসূল সাঃ থেকে parenting এর শিক্ষাগুলো
*কখন ঈমানের বীজ বপন করতে হবে?কিভাবে উত্তম আখলাকের ভিত্তি স্থাপন করতে হবে ইত্যাদি
*Home schooling এর বিস্তারিত কোন বয়সে কোন খেলা, কোন বই, কোন গল্পের মাধ্যমে কি শেখানো কিভাবে?
*প্রমা আপুর medical support related ক্লাসগুলো সুবহানাল্লাহ। নাঈমা আপুর এই কথাটা কানে বাজে,”আমরা একটা মানুষ লালনপালন করছি, একটা উম্মাহ, এক ভবিষ্যৎ স্ত্রী, ভবিষ্যৎ স্বামী, ভবিষ্যৎ বাবা-মা।”
কত কত লিখবো? সুবহানাল্লাহ আল্লাহর অশেষ রহমত এই কোর্সটি।
জাজাকুমুল্লাহু খইরন পুরো টিম আপুদের। তারা যেন একটা পরিবার হয়ে আমাদের সাপোর্ট দিয়েছেন। আল্লাহ তায়ালা তাদেরও তাদের পরিবারকে কবুল করুক,দ্বীন,দুনিয়া,দাওয়াহ ও আখিরাতে। ছড়িয়ে যাক তাদের ও তাদের পরিবারের সাদাকায়ে জারিয়ার মিশন। আমার এই কোর্স থেকে প্রাপ্ত ইলম দিয়ে গড়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ গড়তে পুরস্কারগুলো এই টিমকে সমানভাবে ওয়াকফ করলাম। আল্লাহ তাদের কবুল করুক। আমিন।
হাদিসে আছে, আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘হে আল্লাহর রাসুল, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ কে?’ রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘শ্রেষ্ঠতম মানুষ ওই ব্যক্তি, যে আল্লাহকে অধিক স্মরণ করে।’ (শুআবুল ইমান, হাদিস : ৫৮৩)
কিন্তু সন্তান কিভাবে আল্লাহকে স্মরণ করবে তা কিন্তু শেখাতে হবে আমাদেরকেই। কিভাবে তারা আল্লাহকে চিনবে তাও শেখাতে হবে আমাদেরকেই।
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপর তার মাতাপিতা তাকে ইয়াহুদী বা খৃষ্টান অথবা অগ্নি উপাসকরূপে রূপান্তরিত করে।… ” [বুখারী, হাদীস নং-১৩৮৫]
সন্তান কিন্তু For granted না। সন্তান আমানত। এবং এই আমানতকে ওইভাবেই বড় করতে হবে যেভাবে করতে বলেছেন আল্লাহু তায়ালা। একজন ভালো মুসলিমকে বড় করতে হলে সবার আগে আমাকে একজন ভালো মুসলিম হতে হবে। এই পথ শুধু সন্তানকে গড়ে তোলার পথ নয়,বরং এই পথ আমাদের মুসলিম উম্মাহ হওয়ার পথ।
চলুন, আমরা একসাথে বদলে যাই,
“একসাথে গড়ে তুলি আল্লাহর আমানত,
একসাথে গড়ে তুলি মুসলিম উম্মাহকে,
একসাথে গড়ি নিজেদের মানুষ হিসেবে
একসাথে দু’আ করে চেয়ে নেই তাউফিক”
সবার কাছে একটা অনুরোধঃ পড়তে থাকুন, পড়ার কোন বিকল্প নেই।
জানার কোন বিকল্প নেই। ভালো মা হতে হলে আগে জানতে হবে।
“…যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে? চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান।” (সূরা যুমার ৩৯ঃ আয়াত ০৯)
“…চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন।’
(সুরা : আর-রুম, আয়াত : ২১)
আসসালামুয়ালাইকুম
– উম্মু মারইয়াম,
ব্যাচ – ১