নবজাতকের যত্নে সরিষার তেল বনাম অলিভ অয়েল
তেল দিব কি? সরিষা না অন্য কিছু…..?
নবজাতকের যত্নে তেল লোশন দিব কিনা অনেক বড় একটা কনফিউশান। আগের দিনে নানি দাদি রা তেলের ভেতরেই বাচ্চাকে রাখতেন। তাতে কি কোন ক্ষতি হয়েছে? তাহলে এখন কেন মানা করা হয়?
প্রথম ৩ মাস বাচ্চার আলাদা ভাবে কোন ময়েশ্চারাইজার দরকার পড়ে না৷ এজন্য তেল লোশন কিছুরই দরকার নেই।
কিন্তু একই সাথে তেল দিয়ে যে ম্যাসাজ করা হয় সেটা গুরুত্বপূর্ণ। এখানে তেলের চেয়ে ম্যাসাজ টা মূলত উপকারী। কিন্তু শুকনো গায়ে ম্যাসাজ হবে কি?
এজন্য তেল দেএয়া লাগে। তাহলে আগের দিনের কথাই ঠিক?
না, সারাক্ষণ তেলের ভেতরে রাখলে বাচ্চার ঘাম গায়ে বসে যায়, সো জার্ম ও। তাই বাচ্চার সর্দি শুরু হয়।
আগের দিনের কোন বাচ্চা নাই যাদের নাক বেয়ে বেয়ে সারাদিন সর্দি পড়ে নাই আর সে সেগুলো খায় নি৷ এই যে আপনিও হয়ত খেয়েছেন।
তাহলে এই তেল দিয়ে মালিশ টা দিতে হবে গোসলের আগে৷ এরপর গোসল করিয়ে দিলে তেল আর গায়ে লেগে থাকবে না। মালিশ করা হল আবার তেলের সঠিক ইউজও হল।
?
এরপর আসি কোন তেল দিব? সরিষার তেলে ওদের কোন সমস্যা হয় নি। এখন কেন মানা করে?
আপনি সরিষার তেল গায়ে মেখে রোদে বসলে দেখবেন শরীর জ্বলছে। এই তেলের ঝাজ শরীর মুহুর্তে গরম করে দেয়। তাহলে আপনার বাচ্চাকে এই তেল মেখে রেখে দিলে বা রোদে দিলে তার স্কিন কিভাবে জ্বলে অনুভব করতে পারছেন?
আরো বুঝার বিষয় আছে। এককালে রান্না হতই সরিষার তেলে৷ সেটা সহজলভ্য ছিল।এখন চাইলেই অলিভ ওয়েল আছে,কোকোনাট ওয়েল আছে।
আপনার কাছে গাড়ির অপশন থাকলে ঘোড়াতে কেন চড়বেন?
অলিভ ওয়েল টা আমরা দিতে বলি কারণ এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দেওয়ার জন্য কারণ এই তেল বরকতময়।
আর আগের দিনে বাচ্চাকে মুড়িয়ে রাখার জন্য এত কম্বল ছিল না,ভালো কাথাও ছিল না। অল্প কাথা কেই চার কোনা চার ভাজ করে চারবার ইউজ করতেন উনারা। এই ভেজাতে শুয়ে থেকে বাচ্চার লাগতো ঠান্ডা, জ্বর,সর্দি, কাশি। তাই শরীর গরম রাখতে সরিষার তেল উনাদের জন্য ঐ সময়ে কাজের ছিল।
এখন আর সেই আগের পরিস্থিতি নেই৷ ডায়াপার আছে বা অনেক কাথা,কম্বল আছে।আর গরমও এখনের দিনে মাশা আল্লাহ! যে গরম পড়ে শরীর কিভাবে ঠান্ডা রাখবো সেটা এখন চিন্তার বিষয় বরং!
শেষ কথা হল তেল দিয়ে রোদে রাখবেন না৷ এক তো ঘাম আটকে সর্দি হয় আবার স্কিনেও বিচি উঠে। তাই তেল দেওয়ার নিয়ম হল ম্যাসাজ করে গোসল করানো৷
আর শীতকালের জন্য অলিভ বা কোকোনাট দুইটাই বেশ ভালো। শীতকালে যেহেতু স্কিন ড্রাই থাকে তাই গোসলের পরেও অল্প তেল দেওয়া যাবে ইনশাআল্লাহ।
Tag:mustard oil, oil, olive oil, অলিভ অয়েল, নবজাতকের যত্ন, সরিষা তেল