কি পরিমাণ টুথপেস্ট আমাদের ব্যবহার করা উচিত?
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others, Parenting
- Date December 5, 2023
- Comments 0 comment
প্রতিবার ব্রাশের সময় প্রয়োজনের চেয়ে কম পরিমাণ টুথপেস্ট ব্যবহার করলে তা দ্বারা দাঁত যথাযথভাবে পরিষ্কার হবেনা। আবার অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করলে সেকারণে দাঁতে flurosis নামক রোগ হওয়ারও সম্ভবনা আছে। চলুন তাহলে জানার চেষ্টা করি কি পরিমাণ টুথপেস্ট আমাদের আসলেই প্রয়োজন।
• ০-২ বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে টুথপেস্ট প্রয়োজন নেই।
• ২-৩ বছর বয়সী বাচ্চার জন্য ব্রাশের ওপর শুধুমাত্র পেস্টের একটি পাতলা স্তর লাগিয়ে ব্যবহার করতে হবে।
• ৩-৬ বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে টুথপেস্টের পরিমাণ হবে একটি অর্ধেক মটরদানার সমান।
• আর ৬ বছর থেকে পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিবার দাঁত পরিষ্কার করার সময় একটি মটরদানার সমপরিমাণ ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেষ্ট ব্যবহার করা উচিত।
টিভি,পত্রিকায় বিভিন্ন ছবিতে টুথব্রাশ এবং টুথপেষ্টের ছবিতে বেশি বেশি পরিমাণে পেস্ট লাগিয়ে ছবি তোলা হয়। হতে পারে ছবি তোলার সৌন্দর্যের জন্য এভাবে দেখানো হয়, কিন্তু সেটা রেগুলার টুথপেস্ট ব্যবহারের যথাযথ পরিমাণ নয়। তাই এ ব্যাপারে সকলের সচেতন হওয়া জরুরী।
– ডা রুবাইয়া বিনতে রশীদ
বিডিএস
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
Other post
You may also like
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …
ডিউ ডেটের পর আমার ৩য় নরমাল ডেলিভারির গল্প
১।আমার এবারের প্রেগন্যান্সিটা ফিজিক্যালি, মেন্টালি বেশি স্ট্রেস্ফুল ছিল। ৬মাস রেগুলার এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিক্যাল ডিউটি, বড় দুইটার দেখাশোনা, ইমোশনাল ব্রেক ডাউন – সব মিলিয়ে একটু কম যত্ন নিয়েছিলাম নিজের৷ আলহামদুলিল্লাহ, আল্লাহ সেসব দিন পার করে দিয়েছেন। আমার ইডিডি ছিল ২২/২/২৪। …