বাচ্চার মুখে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাঁত কোনটি?
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others, Parenting
- Date December 5, 2023
- Comments 0 comment
৬ বছর বয়সের আগে বাচ্চার মুখে যেসব দাঁত থাকে তার সবই দুধ দাঁত। সাধারণত ৬ বছর বয়সের পর থেকে দুধ দাঁতগুলো পরে গিয়ে স্থায়ী দাঁতগুলো গজাতে শুরু করে।
বিস্ময়কর ব্যাপার হলো, ৬ বছর বয়সে দুই চোয়ালের প্রতিপাশে একটি করে মোট চারটি পেষণ দাঁত (permanent 1st molar tooth) গজায়। এবং এটাই মানুষের মুখে গজানো প্রথম স্থায়ী দাঁত। আর অন্যান্য পেষণ দাঁতগুলো ১২ বছরে গিয়ে ওঠে। সামনের দিকের দুধ দাঁতগুলো একটা একটা করে পরে গিয়ে নতুন দাঁত উঠলেও এই permanent 1st molar teeth গুলো কোন দাঁত পরে গিয়ে ওঠে না।
প্রতি চোয়ালের একদম শেষ প্রান্তে ফাঁকা স্থানে আপনা আপনি ওঠে। তাই এই দাঁতকে দুধ দাঁত ভেবে অনেকে ভুল করে।
আর আমাদের অনেক বাবা মায়েরা দুধ দাঁতগুলো পরে যাবে বলে সেগুলো যথাযথ যত্ন নিতে গাফিলতি করে। সেই সাথে এই স্থায়ী দাঁতও অযত্নে পরে থাকে। বাচ্চা সঠিকভাবে ব্রাশ করে না।
অনেক ১১-১২ বছর বয়সী রোগী আসে, যাদের permanent 1st molar teeth এর অবস্থা এতটাই খারাপ যে, ফেলে দেয়া ছাড়া উপায় থাকেনা।
অথচ এই দাঁতটি খাদ্য পেষণের ক্ষেত্রে সারাজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অল্প বয়সে এই দাঁতটি হারানোর কারণে তাকে সবসময়ই খাদ্য গ্রহণে সমস্যায় থাকতে হয়।
তাই এই দাঁতটির ব্যাপারে সচেতন থাকা জরুরী। এবং বাচ্চার দুধ দাঁতের ব্যাপারে আরো যত্নশীল হওয়া দরকার।
ডা.রুবাইয়া বিনতে রশীদ
বিডিএস, রংপুর মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট
Other post
You may also like
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …
ডিউ ডেটের পর আমার ৩য় নরমাল ডেলিভারির গল্প
১।আমার এবারের প্রেগন্যান্সিটা ফিজিক্যালি, মেন্টালি বেশি স্ট্রেস্ফুল ছিল। ৬মাস রেগুলার এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিক্যাল ডিউটি, বড় দুইটার দেখাশোনা, ইমোশনাল ব্রেক ডাউন – সব মিলিয়ে একটু কম যত্ন নিয়েছিলাম নিজের৷ আলহামদুলিল্লাহ, আল্লাহ সেসব দিন পার করে দিয়েছেন। আমার ইডিডি ছিল ২২/২/২৪। …