দৌলা কি?
আপনি হয়তো দৌলা সার্ভিস সম্পর্কে ইতোমধ্যেই শুনেছেন এবং হয়তো আপনার আসন্ন সন্তান প্রসবের জন্য দৌলা নিয়োগের কথাও ভাবছেন। কিন্তু যদি জেনে না থাকেন যে দৌলা কারা, দৌলা সার্ভিস আসলে কী, এবং কিভাবে একজন গর্ভবতী মা এই সার্ভিসের মাধ্যমে উপকৃত হতে পারবেন, এই লেখাটি পড়ে আশা করি সে সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন।
দৌলা কি?
দৌলা হল একজন লেবার সাপোর্ট পার্সন, যার মূল কাজ হল গর্ভকালীন সময়ে ও এর পরে একজন মাকে তথ্যগত, মানসিক ও শারীরিক কিছু সহায়তা প্রদান করা। এ প্রফেশনাল সার্ভিসের বিনিময়ে দৌলারা পারিশ্রমিক নিয়ে থাকেন। তারা চিকিৎসক নন, তবে তাদের গর্ভবতী মায়ের প্রসবকালীন এবং প্রসবোত্তর যত্নের ব্যাপারে প্রশিক্ষণ রয়েছে।
বাংলাদেশে দৌলা সার্ভিস একটি নতুন বিষয়। তবে রৌদ্রময়ী স্কুলের কল্যাণে এই সার্ভিস দিতে ট্রেনিং নিচ্ছে একদল দৌলা যারা এই সেবা দিবেন ইনশাআল্লাহ।
দৌলারা ধাত্রী বা নার্সের মত না। দৌলারা ক্লিনিকাল কোন প্র্যাক্টিস করেন না। তারা কোন ইঞ্জেকশন বা মেডিসিন দেয়া, ডেলিভারি করা এসব করেন না। তবে তারা আপনাকে প্রেগন্যান্সি-লেবার-ডেলিভারি-প্রসবোত্তর সময় নিয়ে জ্ঞান অর্জন করতে, সেগুলো এপ্লাই করতে, সঠিক ডিসিশন নিতে এবং আপনার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দূর্বল মুহুর্ত – লেবারের সময় আপনাকে স্ট্রং ও কনফিডেন্ট থাকতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এছাড়াও একজন মাকে আল্লাহর উপর বিশ্বাস রেখে আমলের দ্বারা আল্লাহর সাহায্য নেয়া ও প্রসবকে আল্লাহর প্ল্যান অনুযায়ী হতে দেয়ার জন্য ধৈর্য ধরতে সাহায্য করেন একজন দৌলা।
দৌলার কাজ কী?
দৌলারা যেসব সার্ভিস দিয়ে থাকেন, সেগুলোর দ্বারা একজন গর্ভবতী মা ভীষণ উপকৃত হতে পারেন, বিশেষভাবে লেবারের সময়। এ সার্ভিস কয়েক ধরণের হতে পারেঃ
# মানসিক বা ইমোশনাল সাপোর্ট
# শারীরিক বা ফিজিক্যাল সাপোর্ট
# প্রয়োজনীয় পরামর্শ এবং উপদেশ
# লেবার পেইনের সাথে কোপ করার জন্য বিভিন্ন ন্যাচারাল টেকনিক সাজেস্ট করা
# প্রেগন্যান্সি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় রিসোর্স প্রদান
এছাড়া দৌলারা মা এবং তার পরিবারকে বাচ্চা জন্মদানের পর পোস্টপার্টাম পিরিয়ডেও সহায়তা প্রদান করে থাকেন।
দৌলা সার্ভিস নেয়া শুরু করার জন্য আসলে কোন নির্দিষ্ট সময় নেই, তবে আপনার সেকেন্ড ট্রাইমেস্টারের সময় দৌলা সেবা খোঁজ করা শুরু করা উচিত।