প্লাসেন্টার গ্রেডিং
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others
- Date November 27, 2023
- Comments 0 comment
প্লাসেন্টা / গর্ভফুল দিয়ে মা থেকে বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি পায়। আমরা আল্ট্রা রিপোর্টে এই প্লাসেন্টাল গ্রেডিং বলে একটা শব্দ দেখে থাকি। এই গ্রেডিং আসলে কী?
প্লাসেন্টাল গ্রেডিং সম্পূর্ণ আল্ট্রাসাউন্ড বেসড। আল্ট্রাসাউন্ড স্ক্যানিং এর সময় প্লাসেন্টার ম্যাচুরিটি / পরিপক্বতার উপর ভিত্তি করে এই গ্রেডিং/ বিভাগ করা হয়। আমরা আল্ট্রার উপর ভিত্তি করে ৪টি ভাগে ভাগ করি।
১/Grade-0/ গ্রেড -০
*<১৮ সপ্তাহের জন্য এই গ্রেডিং। তখন প্লাসেন্টার মধ্যে কোন calcification / কোন শক্ত জায়গা থাকে না। পুরো প্লাসেন্টাই একরকম দেখা যায়
২/ Grade-1/ গ্রেড-১
১৮-২৯ সপ্তাহের জন্য এটা নরমাল। এই সময়ে প্লাসেন্টাতে কোন কোন জায়গাতে কিছু calcification / শক্ত হয়। কিন্তু প্লাসেন্টায় কোন indentation/ গর্ত থাকে না
৩/ Grade- 2/গ্রেড -২
৩০-৩৮ সপ্তাহের গ্রেডিং। এই সময়ে প্লাসেন্টাতে কিছু কিছু জায়গাতে calcification সহ indentation থাকে৷ কিন্তু এই indentation টা পুরো প্লাসেন্টা জুরে থাকে না।
৪/ Grade-3 /গ্রেড-৩
>৩৮ সপ্তাহের বেশি হলে এটা নরমাল। প্লাসেন্টার বেশি জায়গা জুড়ে calcification থাকে আর indentation টা প্লাসেন্টার কয়েকজায়গার পুরো ব্যাস জুড়ে থেকে প্লাসেন্টাকে lobe/ছোট খুপরির মতো ভাগে ভাগ করে। এই স্টেজকে ফুল ম্যাচুরড বলা হয়। প্লাসেন্টার মাধ্যমে পুষ্টি চলাচল কমে যায়।
সময়ের আগে উচ্চতর গ্রেড আস/ গ্রেড ৩ আসাটা রিস্কি। প্লাসেন্টা দিয়ে তখন পর্যাপ্ত পুষ্টি যেতে পারে না। হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস এসব কেসে এরকম হয়ে থাকে সাধারণত। আর এটা এড়ানোর জন্য সত্যি বলতে নিজ থেকে কিছু করার নেই৷ এমন হয়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টেপ নিতে হবে।
লেখা দিয়ে আসলে এই গ্রেডিং বুঝানো পুরোপুরি সম্ভব না, এটা আল্ট্রা করার সময় ছাড়া আসলে অন্য ভাবে ক্লিয়ার বুঝা সম্ভব না। তাও যতটা পারা যায় সহজ করে লিখে বুঝানোর চেষ্টা করেছি।
ডা: মায়িশা সামিহা,
এফসিপিএস (পার্ট ১)
ডাক্তার মডারেটর, রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
#সুস্থ_মা_সুস্থ_শিশু
Other post
You may also like
রংধনু রঙের খেলনাগুলো
ছোটবেলায় আমাদের নিকট প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় যে বস্তুটি ছিলো, তা হলো সাত রঙের রংধনু। কারণ অধিকাংশ সময় বৃষ্টির দেখা মিললেও, বৃষ্টির পরের রংধনুর দেখা মিলতো খুবই কম। তাই যে জিনিস খুব কম দেখা যায়, সে জিনিসের প্রতি আকর্ষণও থাকে সবচেয়ে …
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …