আমার মা হওয়ার জার্নি
- Posted by MNCC Moderator
- Categories Birth Story, Others
- Date February 26, 2024
- Comments 0 comment
ডিসেম্বরে প্রিনাটাল রেকর্ডিং ব্যাচে জয়েন করলাম, ৩০+ সপ্তাহ তখন আমার। ভিডিও আর পিডিএফ হাসবেন্ডসহ রেগুলার দেখতাম। বার বার দেখতাম। দুই জন দুই জনকে রিমাইন্ডার দিতাম।
ডাক্তার হিসেবে পেশেন্ট দেখা আর নিজে ফিল করা সম্পূর্ণ আলাদা। ছোট বড় সবকিছু নিয়ে টেনশন করতাম। গ্রুপে কতো যে প্রশ্ন করতাম!
এরপর…
৩০+ ঘন্টা লেবার পেইন।
সকাল ৮ টায় সার্ভিক্স ৪.৫ সেমি ডাইলেশন হয়েছিল, ৫০% ইফেসমেন্ট আর স্টেশন -৩ ছিল।
রাত ১০ টায়ও লেবার প্রোগ্রেস নাই, প্রোলং লেবার, শেষ মূহুর্তে বাচ্চার গলায় কর্ড পেচিয়ে যাওয়া, হার্ট রেট কন্টিনিউসয়ালি নিচে নেমে যাচ্ছিল।
সি সেকশন হলো। অপারেশন টেবিলে জানলাম USG (AFI ১১.৬ ছিল) রিপোর্ট ভুল, এমনিওটিক ফ্লুইড নাকি ছিলই না ( ৪/৫ এর কাছাকাছি ছিল), তারপর ম্যাম দেখল প্লাসেন্টা এক্রেটা ছিল, ম্যানুয়ালি রিমুভ করল।
তারপর আল্লাহর রহমতে আমার বাবু দুনিয়ায় আসল আলহামদুলিল্লাহ ৩০ জানুয়ারি, ২০২৪ রাত ১০.৪০ এ।
মাতৃত্ব একটা বড় ব্যাপার! লেবার পেইন সহ্য করেছি, সাথে পোস্ট সি সেকশন পেইন।
নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি আর সি সেকশনের পেইনও সম্পূর্ণ আলাদা। দুইটার কোনো তুলনা হয় না। একজন মেয়ে যেভাবেই মা হোক, জার্নিটা অনেক কষ্ট।
কোর্স থেকে কী শিখলামঃ
১. আল্লাহর ওপর অনেক বেশি তাওয়াককুল করা। আমার সি সেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ আমার জন্য উত্তম রেখেছেন।
২. কষ্টের মধ্যে দোয়াকে সঙ্গী বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ।
৩. পেইন ম্যানেজমেন্ট করতে শিখেছি আলহামদুলিল্লাহ। যতোবার লেবার পেইন উঠেছিল জিকির, এক্সারসাইজ, ডিপ ব্রিদিং, স্কোয়াট, রিলেক্সিং, হিপ রোটেশন সব করেছিলাম। সার্ভিক্স ডাইলেটে হেল্প করেছিল শুরুতে।
৪. আমি আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মেন্টালি স্ট্রং থাকতে পেরেছিলাম।
ডাঃ এল. এন. জারিন
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স, রেকর্ড ব্যাচ
Other post
You may also like
রংধনু রঙের খেলনাগুলো
ছোটবেলায় আমাদের নিকট প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় যে বস্তুটি ছিলো, তা হলো সাত রঙের রংধনু। কারণ অধিকাংশ সময় বৃষ্টির দেখা মিললেও, বৃষ্টির পরের রংধনুর দেখা মিলতো খুবই কম। তাই যে জিনিস খুব কম দেখা যায়, সে জিনিসের প্রতি আকর্ষণও থাকে সবচেয়ে …
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ডিউ ডেটের পর আমার ৩য় নরমাল ডেলিভারির গল্প
১।আমার এবারের প্রেগন্যান্সিটা ফিজিক্যালি, মেন্টালি বেশি স্ট্রেস্ফুল ছিল। ৬মাস রেগুলার এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিক্যাল ডিউটি, বড় দুইটার দেখাশোনা, ইমোশনাল ব্রেক ডাউন – সব মিলিয়ে একটু কম যত্ন নিয়েছিলাম নিজের৷ আলহামদুলিল্লাহ, আল্লাহ সেসব দিন পার করে দিয়েছেন। আমার ইডিডি ছিল ২২/২/২৪। …