নলেজ এমপাওয়ারস ইউ
- Posted by mnccbd_admin
- Categories Blog, Others, Writer
- Date October 6, 2023
- Comments 0 comment
জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জ্ঞান না থাকলে সেইটা অন্ধকার। জ্ঞান থাকলে আপনি আর অন্ধকারে থাকবেন না, তখন আপনি আলোর জগতে প্রবেশ করবেন। জ্ঞান মানুষের পথকে সহজ করে দেয়। Knowledge is power. Knowledge empowers you. আল্লাহ তা’আলা কুরআনে বলেছেন, “যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? বিবেকবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে।” (সূরা আয-যুমার:০৯)
এই কোর্স অনেক আগে থেকেই আমি করতে চেয়েছিলাম। আল্লাহ তা’আলা সেই বার সময়-সুযোগ করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। মূলত প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি অবস্থায় নিজের যত্ন, নবজাতকের যত্ন, প্যারেন্টিং বিষয়ে জানার প্রচুর আগ্রহ থেকেই এই কোর্স করা। প্রিন্যাটাল কোর্স একটা নিয়ামাহ। এই কোর্স থেকে অজস্র জ্ঞান আহরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
প্রিন্যাটাল কোর্সের প্রতিটা ক্লাস ছিলো অসাধারণ! ১৩ টা লাইভ ক্লাস, প্রচুর বোনাস ভিডিও, ইউটিউব ভিডিও, আর্টিকেল, টাস্ক থাকতো। সব আপুরাই অনেক জ্ঞানী মা শা আল্লাহ। আল্লাহ তা’আলা আরো জ্ঞান ঢেলে দিক আর সাথে আমাকেও। টেলিগ্রামে ডিসকাসন গ্রুপ ২ মাসের বেশি সময় খোলা ছিলো। এই সময়ে সব আপুদের শত শত প্রশ্নের উত্তর ইন্সট্রাক্টর আপুরা আন্তরিকতার সহিত দিয়েছেন আলহামদুলিল্লাহ। ক্লাস চলাকালীন লাইভেও প্রশ্ন করা যেতো। কোর্স শেষে পরীক্ষা ছিলো একটা, যেটাতে ৭০% মার্ক পেলে সার্টিফিকেট পাওয়া যাবে। আমার মনে আছে, উত্তর জমা দেওয়ার লাস্ট সময়ের কিছু আগে আল্লাহর উপর ভরসা করে দুরু দুরু বুকে পরীক্ষা দিয়েছিলাম। ৭০%এর উপরে মার্ক পেয়ে সার্টিফিকেট অর্জন করি আলহামদুলিল্লাহ।
এতো এতো ক্লাস, বোনাস ভিডিও আমি মনোযোগের সাথে সিরিয়াসভাবে নোট করে শেষ করেছি। ১০ মিনিট নোট করার জন্য অন্তত প্রায় ১ ঘন্টা সময়ের প্রয়োজন হতো। সেখানে কত কত ঘন্টার ক্লাস হয়েছে সব মিলিয়ে হিসেব নেই! পয়েন্ট টু পয়েন্ট নোট করার চেষ্টা করেছি যাতে পরবর্তীতে নোট খাতা বের করে দেখলেই সব মনে পড়ে। শুধু শুনেই এতো কিছু তো সারাজীবন মনে রাখাও সম্ভব না। এই তীব্র গরমের সময়েও নোট করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে বসে লিখেছি, কত যে সারারাত জেগে জেগে লিখেছি! হাত, আঙ্গুল ব্যথা ধরে যেতো। আঙ্গুল পর্যন্ত দেবে যেতো তারপরও রেস্ট নিয়ে কিছুক্ষণ আবার লিখা শুরু করতাম। ৬ মাস সময় ছিলো বলেই আমার জন্য সহজ হয়েছে। এতো কিছু বলার একটাই কারণ, এই কোর্স কতটা গুরুত্বপূর্ণ ছিলো আমার কাছে এইটা বোঝানোর জন্য। নোটখাতাগুলো আনাড়ি হাতে হালকা পাতলা ডিজাইন করে ইউনিক করার চেষ্টা করেছি। সযতনে রাখবো সেগুলো ইন শা আল্লাহ।
পরবর্তীতে ইচ্ছে আছে Child Birth Educator হওয়ার জন্য AMANI Birth, A Center for Birth and Learning থেকে কোর্সটা করার। আল্লাহ তা’আলা কবুল করুন, সকল প্রকার বদনজর থেকে আমাকে হেফাজত করুন। জ্ঞানের পথে এই পথচলা অবিরত থাকুক। উত্তম জ্ঞানগুলো যাতে উম্মাহর কল্যাণের কাজে লাগাতে এই দু’আ চাই।
সন্তান আল্লাহ পাকের দেওয়া অমূল্য নিয়ামত। ছোট্ট প্রাণকে ঘিরেই মায়েদের সবকিছু আবর্তিত হয়। এর জন্য আগে থেকেই অনেক বেশি শারীরিক ও মানসিক প্রস্তুতি দরকার। এই কোর্স আপনাকে একজন ধৈর্যশীল, জ্ঞানী ও কনফিডেন্ট মা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ইন শা আল্লাহ।
আমার তো ইচ্ছে হয়, সবাইকে ধরে ধরে রেজিস্ট্রেশন করাই। অপরিচিত, পরিচিতদের এই কোর্স করার জন্য উদ্বুদ্ধ করি। বেশ কয়েকজনকে রেজিস্ট্রেশন করিয়েছি আলহামদুলিল্লাহ। এই কোর্স না করলে বোঝা সম্ভব না কোর্সটা কতটা উপকারী। সাধারণ আপুদের সাথে সাথে মেডিকেল টিমের আপুরাও এই কোর্স করলে আরো বেশি ভালো হয়। Mother & Child Care BD-এর আপুদের কাছে এই ব্যাপারে ভাবার ও বেশকিছু পদক্ষেপের আশা রাখছি।
আল্লাহ তা’আলা রৌদ্রময়ী স্কুলের টিমকে এবং প্রিন্যাটালের ইন্সট্রাক্টর আপুদের দুনিয়া ও আখিরাতে উওম প্রতিদান দিন। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে চিরআকাঙ্ক্ষিত জান্নাত দান করুন, আমীন।
হাবিবা খাতুন মিম
স্টুডেন্ট, বিএসসি ইন নার্সিং
রৌদ্রময়ী প্রিনাটাল কোর্স পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১২
Other post
You may also like
রংধনু রঙের খেলনাগুলো
15 September, 2024
ছোটবেলায় আমাদের নিকট প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় যে বস্তুটি ছিলো, তা হলো সাত রঙের রংধনু। কারণ অধিকাংশ সময় বৃষ্টির দেখা মিললেও, বৃষ্টির পরের রংধনুর দেখা মিলতো খুবই কম। তাই যে জিনিস খুব কম দেখা যায়, সে জিনিসের প্রতি আকর্ষণও থাকে সবচেয়ে …
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
11 September, 2024
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
24 July, 2024
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …