এত্ত অল্প টাকায় ওয়ার্কশপ!!
আমার বাচ্চা ৩ মাসের কিন্তু চারিদিকে ভাই বোন বান্ধবীদের বাচ্চাদের খাওয়া দাওয়ার আবস্থা দেখে খুব চিন্তা লাগতো। একদিনের ওয়েবিনারে শুধু চিন্তা কমে যায় নাই বরং অনেক কনফিডেন্সও বেড়েছে, আলহামদুলিল্লাহ। খুবই ইনফরমেটিভ, গুছানো, বিজ্ঞানসম্মত, প্র্যাক্টিক্যাল ও আনন্দদায়ক ছিলো ওয়েবিনারটা, মা শা আল্লাহ্।
ছোটকাল থেকে দেখে আসা এই “জাতীয় সমস্যার” সমাধান তো ইন্টারনেটের দুনিয়ায় অনেক। কিন্তু জীবনের প্র্যাক্টিক্যাল বিষয় কখনো থিওরি শিখে শেখা যায় না।
মা শা আল্লাহ্, নাইমা আলমগীর আপু এতো প্রানবন্তভাবে প্র্যাক্টিক্যালি এই কঠিন বিষয়কে সহজ করেছেন যে সেটা কোন রিভিউ লিখে প্রকাশ করা যাবে না। যার বিনিময় কেবল আল্লাহ্ দিতে পারেন।
রৌদ্রময়ীকে অসংখ্য ধন্যবাদ মায়েদের জীবনের এতো বড় সমস্যাকে সহজ করার চেষ্টা করায়। রৌদ্রময়ীদেরকে ও ডঃ নাইমা আলমগীর আপুকে আল্লাহ্ দুনিয়া ও আখেরাতের জীবন সহজ করে কবুল করে নিন।
আমার একটা প্রশ্ন হলো, ওয়েবিনার গুলোর ফি আসলে রৌদ্রময়ী কেনো নেয়? এতো কম টাকায় তো সবজিও কেনা যায় না!!
– ডাঃ তাসনিম করিম শামস্