আমার বাবুর সুন্নতে খতনা
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others, Parenting
- Date February 23, 2024
- Comments 0 comment
আমার দুই ছেলেরই জন্মের পর থেকেই চেষ্টা করেছি, যত দ্রুত খৎনা করানো যায়।
কিন্তু কোনবারেই দেশে এমন কোন ডাক্তার খুজে পাইনি যিনি একেবারে ছোট বাচ্চার সারকামশিশন করবেন। যদিও বিদেশে আমার অনেক আত্মীয়ের বাচ্চাদের, জন্মের পরপরই খৎনা করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হতে পারে একেক দেশের হাইজিন ব্যাবস্থা বা বিভিন্ন সামাজিক প্রথা দ্রুত বা দেরিতে খৎনা করার পেছনে মূল কারন হিসেবে কাজ করে।
📌 এবার আসল কথায় আসি, বড় ছেলের দু বছর+ বয়সে ওকে লেজার কস্মেটিক খৎনা করিয়েছিলাম। প্রায় ২৫ মিনিট সময় লেগেছিলো, লোকাল এনেস্থিসিয়া দিয়েছিলো।
সপ্তাহ খানেকের মাঝে ভালো হয়ে গিয়েছিলো। কিন্তু করানোর সময়ে আমি সামনে থাকায়, ওর প্রচণ্ড কান্নাকাটিতে বেশ ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম।
নিজের বাচ্চার শরীরের কোন অংশ থেকে রক্ত পরছে, এটাও আমাকে ভয় লাগিয়ে দিয়েছিলো। (যদিও এই মেথডে খৎনা বেশ সেইফ আলহামদুলিল্লাহ, তবে এরকম সময়ে মা পাশে না থাকলেই ভালো।)
📌 ছোট ছেলের সময়ে আমি আরো সহজ পদ্ধতি খুঁজছিলাম। ফেসবুকেরই এক বোনের মাধ্যমে একজন ডাক্তারের ঠিকানা পাই। যিনি ডিভাইস কস্মেটিক খৎনা করান।
বেশ খোঁজ খবর নিয়ে আমরা তার কাছে যাই। বাবুর বয়স তখন ২ বছর ২ মাস। বেশ কয়েক মাস আগের কথা।
📌 খৎনা পদ্ধতি:
➡ ডাক্তারের পরামর্শমতে দুটো ব্লাড টেস্ট করে, রিপোর্ট নিয়ে চেম্বারে গিয়েছিলাম।
➡ প্রথমেই বাবুকে একটা ওরাল মেডিসিন দেয় (হালকা ঘুম ঘুম ভাবের জন্য)
➡ বাবু যখন ঝিমানো শুরু করে- তখন মূল প্রসিডিওর শুরু হয়। চামড়ার ওপর লোকাল এনেস্থিসিয়া দিয়ে, জীবানু নাশক দিয়ে যায়গাটা মুছে নেয়া হয়।
➡ বাবুর বাবা আর ডাক্তারের এসিস্ট্যান্ট বাবুকে ধরে ছিলো, বাবু হালকা কান্নাকাটি করে। (ব্যাথায় না, ভয়ে)
আমাদের ঠিক আগের পেশেন্ট ছিলো ৫ বছরের এক ছেলে। সে হাসতে হাসতে রুমে ঢুকে, হাসতে হাসতে বের হয়ে এসেছিলো , কিছুটা বড় হওয়াতে আর বাবা মা প্রপার কাউন্সেলিং করায়, সে একটুও ভয় পায়নি, তাই কাঁদেও নি!!.
➡ ডাক্তার চামড়ার অংশটি কেটে একটা ডিভাইস পরিয়ে দেন, কয়েক ফোটা রক্ত হয়তো পরেছিলো! কোন সেলাই, বড় ধরনের রক্তারক্তি কিচ্ছুই হয়নি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘড়ি ধরে মাত্র ১৫ মিনিটে সব কাজ শেষ!
📌 ওষুধ সহ খৎনার মোট চার্জ ছিলো ৬,৭০০ টাকার মতো।
📌 সেদিন বাসায় আসার দু ঘণ্টা পর থেকেই ডায়পার পরিয়েছি।
📌 ৬ দিন পর গিয়ে ডিভাইস খুলিয়ে এনেছি (২/৩ মিনিট লাগে খুলতে)
📌 আমরা এরপর বাবুকে নিয়ে বাসা শিফটিং এর জন্য এক শহর থেকে আরেক শহরে ট্রাভেল করায় শুকাতে কয়েকদিন বেশি লেগেছিলো। রেস্টে থাকলে দ্রুত শুকায়।
সেইম যায়গায় আমার ছেলের পর, আমার ফ্রেন্ডের ছেলেকে করিয়েছিলো, ওর শুকাতে ৬ দিন লেগেছে।
আল্লাহর রহমতে আমি খুবই সন্তুষ্ট এই নতুন পদ্ধতিতে খৎনা করিয়ে। চেষ্টা করলাম, যথেষ্ট বিস্তারিত লিখতে। যেনো ছেলে বাবুর মায়েরা, এই সুন্নাহ পালনে সাহস পান ইনশাআল্লাহ।
হাসনীন চৌধুরী
কো-ফাউন্ডার
মাদার এন্ড চাইল্ড কেয়ার বিডি
Other post
You may also like
হাসপাতালে ন্যাচারাল বার্থ সম্ভব: একজন মায়ের অনুপ্রেরণামূলক গল্প
আমি একজন দৌলা হিসেবে আজ একটি অনুপ্রেরণাদায়ক গল্প শেয়ার করতে চাই। আমার ক্লায়েন্ট আফরোজা আপুর ডেলিভারির অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করেছেন যে, সঠিক প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা থাকলে হাসপাতালে ন্যাচারাল বার্থ সম্ভব।আফরোজা আপু ন্যাচারাল বার্থের প্রতি খুব আগ্রহী ছিলেন। তার স্বামীও …
নরমাল ডেলিভারি: খুবই ভালো অভিজ্ঞতা
গত ১৮ অক্টোবর প্রথমবারের মত পুত্রসন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ। নরমাল ডেলিভারি ছিল, এক্সপেরিয়েন্স খুবই ভাল ছিল আল্লাহর রহমতে।গ্রুপের পোস্ট ফলো করতাম কনসিভ করার পর থেকেই। গ্রুপের পোস্ট পড়ে অনেক কিছু জেনেছি, শিখেছি। দায়িত্বশীল এবং সবার জন্য অনেক অনেক দু’আ।আমি দেশের …
অতিরিক্ত ওজন নিয়ে নরমাল ডেলিভারির গল্প
সেপ্টেম্বর এর ১৪ তারিখ আলহামদুলিল্লাহ নরমাল ডেলিভারির মাধ্যমে আমার প্রথম রাজকন্যার মা হলাম। আমার বার্থ স্টোরি শুরুর আগে আমি আমার কনসিভ করার আগের কিছু কথা শেয়ার করতে চাই যাতে আমার মতো যারা একটু মোটা তারা কিছুটা হলেও অনুপ্রাণিত হোন ইনশাআল্লাহ। আমি …