ভার্নিক্স কেসিওসা
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others
- Date February 18, 2024
- Comments 0 comment
একটা সদ্য জন্ম নেয়া নবজাতকের গায়ে ঘণ সাদা যে আস্তরণ থাকে দেখেছেন কি? একে বলা হয় ভার্নিক্স কেসিওসা।
আমরা হয়তো এটা ময়লা ভেবে মুছে ফেলি, তবে এর অসাধারণ কিছু গুণাগুণের কথা শুনলে আপনি হয়তো মুছার আগে দ্বিতীয়বার ভাববেন।
এটা আসলে কি? ভার্নিক্স হচ্ছে সাদা, পুরু একটা স্তর যা গর্ভের ভেতর বাচ্চার ত্বকের ওপর তৈরি হয়ে থাকে। গর্ভাবস্থার ৩৮-৪০ সপ্তাহে জন্ম নেয়া বাচ্চার গায়ে সর্বাধিক পরিমাণে ভার্নিক্স থাকে। এতে পানির পাশাপাশি থাকে লিপিড ও প্রোটিন।
প্রসবের পূর্বে ভার্নিক্স এমনিওটিক ফ্লুইডের এনজাইমের বিরুদ্ধে একটা প্রতিরক্ষামূলক স্তর হিসাবে কাজ করে, যাতে বাচ্চার নরম ত্বকের ক্ষতি না হয়।
প্রসবের সময় এটা vaginal area কে পিচ্ছিল করে যাতে মার জন্য পুশ করা সহজ হয়।
আর প্রসবের পর এটা বাহিরের পরিবেশ থেকে নবজাতককে রক্ষা করে।
কিভাবে?
ভার্নিক্সের পিএইচ (pH Balance) কম, কিছুটা এসিডিক। লো পিএইচ ব্যালেন্সের কারণে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে যা ক্ষতিকর জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। এই কারণে এটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে, যেখানে কিনা বাজারের বেশিরভাগ ক্লেন্সারই pH balance নষ্ট করে। এই বাহ্যিক সুরক্ষা হসপিটালে আরো বেশি প্রয়োজন, কারণ সেখানে সবচেয়ে বেশি জীবাণুর প্রাদুর্ভাব থাকে।
একই কারণে, এই ভালো ব্যাকটেরিয়া গুলো নবজাতকের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে প্রবেশ করে সেখানে বিভিন্ন ইনফেকশন ও রোগের মোকাবেলা করে।
ডেলিভারীর সময় যখন মায়ের টিয়ার ভার্নিক্সের সংস্পর্শে আসে, তখন তা টিয়ারে ইনফেকশন হওয়া রোধ করে ও দ্রুত সারতে সাহায্য করে।
আগেই বলেছি ভার্নিক্সের pH low। স্কিনকেয়ার বোদ্ধারা জানেন একটি সুস্থ ত্বকের জন্য কম পিএইচ কত গুরুত্বপূর্ণ। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। শুধু তাই না, ভার্নিক্সের লিপিডে একটা বিশেষ পদার্থ আছে যা স্কিনকেয়ার জগতে রীতিমত বিখ্যাত – squalene। এটা এমন এক পদার্থ যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুবই কার্যকর। অর্থাৎ, ভার্নিক্স নবজাতকের নাজুক ত্বকের জন্য একটি চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।
জন্মের পরপর নবজাতক অতিরিক্ত বডি হিট ছেড়ে দিয়ে হাইপোথারমিয়া হওয়ার ঝুঁকিতে থাকে। ভার্নিক্সে লিপিড থাকায় বেশি হিট বের হয়ে যেতে পারে না।
আচ্ছা তাই বলে কি জন্মের পর পরিষ্কার করবো না বাচ্চাকে? করবেন। তবে এমন ঘষাঘষি করে পরিষ্কার করবেন না, যে vernix উঠে যায়। এটা বেশ পুরু এবং ঘন হয়ে থাকে, সুতরাং এর ওপর এমনভাবে হালকা মুছে দিতে পারবেন, যাতে তা উঠে না যায়।
এবার আসুন আমরা দেখি এ বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা কি বলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর গাইডলাইন বলে নবজাতকের প্রথম গোসল জন্মের অন্তত ২৪ ঘণ্টা পরে দিতে। তাছাড়া বাংলাদেশের গাইনীকোলোজিস্টদের প্রধান সংগঠন OGSB (Obstetrical & Gynaecological Society of Bangladesh) এর লেবার রুম গাইডলাইনে স্পষ্ট বলা আছে ভার্নিক্স ধুয়ে বা মুছে ফেলা যাবে না।
Vernix আপনার বাচ্চার প্রতি আল্লাহ্ তাআলার এক বিশেষ নিয়ামত। বিশ্বজুড়ে সবাই এর উপকারিতা আবিষ্কার করছে ও এর স্বীকৃতি দিচ্ছে। আসুন এই নিয়ামতের সদ্ব্যবহার করি।
Reference:
WHO Recommendations on Newborn Health:
Guideline Approved by The WHO Guidelines Review Committee, Updated May 2017
Labor room management protocol – 2nd Edition
MOHFW and OGSB (MOHFW, 2021)
সালসাবিল কাওসার
দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
রংধনু রঙের খেলনাগুলো
ছোটবেলায় আমাদের নিকট প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় যে বস্তুটি ছিলো, তা হলো সাত রঙের রংধনু। কারণ অধিকাংশ সময় বৃষ্টির দেখা মিললেও, বৃষ্টির পরের রংধনুর দেখা মিলতো খুবই কম। তাই যে জিনিস খুব কম দেখা যায়, সে জিনিসের প্রতি আকর্ষণও থাকে সবচেয়ে …
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …