
বাচ্চা পালার একটা অসম্ভব উপকারী টিপস বলব আজ। হয়তো আপনি জানেন, তবে এপ্লাই করতে হবে ফল পেতে হলে।
মনে করুন, আপনার বাচ্চা এমন কিছু করছে যেটা অপ্রীতিকর – আপনি চাচ্ছেন না এটা ও করুক। হয়তো সে বারবার হাত কামড়াচ্ছে/থুথু বের করছে/পচা কিছু করছে। বারবার নিষেধ করলেও ও কিন্তু শুনছে না। শুনবেও না।
ওকে নিষেধ করাই যাবেনা। বাচ্চাদের টেনডেন্সি হলো তাকে কিছু বারবার বললে সে মনে করে এতে এটেনশন পাচ্ছে, তাই সেটাই আবার করবে।
বাচ্চা হাত কামড়ালে আপনি হাতটা মুখ থেকে বের করে দিবেন ঠিকই, কিন্তু এমন ভাব করবেন যে খুব ইগনোর করছেন। আর সাথে সাথে অন্য টপিকের কিছু দিবেন/অন্য কিছু করবেন যেন বাচ্চা অন্য কিছুতে ব্যাস্ত হয়ে যায়।
মায়েরা, এই বুদ্ধি যে কী কাজের! এটা এপ্লাই না করলে বুঝবেন না কখনো। বাচ্চাদের যেকোন জিনিস অভ্যাসে পরিণত হয় কিন্তু মায়েদের বারবার নিষেধ করার কারণে। এভাবে ইনগোর করবেন, স্বাভাবিক বাচ্চা হলে কয়েকবার করার পরই এটা ও ভুলে যায়। খারাপ অভ্যাস হয় না।
এটা বাচ্চা দুষ্টুমি শুরু করার পরপরই শুরু করবেন। ৬-৭ মাস থেকেই বেশ কাজে দেয় এই পদ্ধতি।
ডা: রুবাইয়া বিনতে রশিদ, ডেন্টিস্ট
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট