ব্যস্ত মায়েদের রামাদান গাইডলাইন
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others
- Date March 9, 2024
- Comments 0 comment
ছোট ছোট বাচ্চাদের নিয়ে ব্যস্ত গৃহিণী মায়েরা কীভাবে রামাদানে সফল হতে পারি?
সর্বপ্রথম মাথায় রাখা বাচ্চাকে ঘুম পাড়ানো, দুধ খাওয়ানো, ন্যাপি পরিষ্কার করা, কান্নায় আদর দেয়া, রাতে জেগে থাকা — সব কিছুই ইবাদত হিসেবে কাউন্ট হবে ইনশাআল্লাহ। নিয়ত শুদ্ধ করে এই প্রতিটা কাজ রামাদানে করলেও ইবাদত হবে ইনশাআল্লাহ, তাই হতাশ হওয়ার কিছু নেই।
দ্বিতীয়ত: নিজেদের বাস্তবতা এবং পরিস্থিতি বুঝে পরিপূর্ণ পরিকল্পনা করুন রামাদানের আগেই। যেমন কোন দিন কি রান্না হবে, কোন সন্তানকে কোন দায়িত্ব দিব, আগে থেকে ঈদ ও রামাদানের শপিং ঠিক করা, ইফতারের মেন্যু ঠিক করে রাখা, ঘরের বড় বড় পরিষ্কারের কাজগুলো করে ফেলা ইত্যাদি।
কখনোই অন্যের সাথে নিজের বাস্তবতা তুলনা করে হতাশ হবেন না, সবার বাস্তবতা ভিন্ন। ছোট বাচ্চার মায়েরা নিজেদেরকে অবিবাহিতদের সাথে তুলনা করে হতাশ হবেন না। আপনি মাতৃত্বের দায়িত্ব পালন করছেন দেখে আপনি কারো চেয়ে পিছিয়ে যান নি।
ব্যস্ত মায়েরা “Quality Over Quantity” তে ফোকাস করুন।
২০ রাকাআত তারাবীহ পড়া বাধ্যতামূলক নয়। আপনি বরং ৪ রাকআত পড়ুন, তবে সুন্দর কোয়ালিটি সহকারে, পরিপাটি করে আল্লাহকে ভালোবেসে পড়ুন। ১ পারা কুরআন প্রতিদিন পড়তে পারাও বাধ্যতামূলক নয়, আপনি বরং ১০-১৫ কুরআন মিনিট পড়ুন কোয়ালিটি সহকারে।
ছোট ছোট সূরা এবং দুয়া মুখস্ত প্রজেক্ট! বাচ্চাকে সাথে নিয়েই ছোট দুয়া গুলো মুখস্ত করুন, তাহলে ছোট সন্তানরাও আগ্রহী হবে। ছোট ছোট মাসনুন দুয়া, মা এবং সন্তান মিলে একসাথে মুখস্থ করার কার্যক্রম শুরু করুন এই রমাদানে। দোয়া গুলোর অর্থ নিয়ে বাচ্চার সাথে খোলাখুলি আলোচনা করবেন। এতে আপনার দোয়াও পড়া হয়ে গেল এবং বাচ্চাকে দ্বীন শিক্ষাও দেওয়া হল।
একেবারে ছোট বাচ্চা যারা যেমন ১ বছরের কম, যাদের দুয়া মুখস্তের বয়স হয়নি – তাদের সামনে অনেক বেশী কুরআন ছেড়ে রাখবেন রামাদানে।
পিঠাপিঠি বাচ্চার মায়েদের জন্য একমনে মনোযোগ ধরে রেখে কিছু করা আরও অনেক বেশি কঠিন। তারা সারাক্ষণ মুখে মুখে জিকির করবেন রামাদানে। অনেক বেশী দুয়া করবেন ফাঁকে ফাঁকে। বুদ্ধি খাটিয়ে ইবাদত করবেন স্পেশালি যাদের বাবু, ঘর সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় । বুদ্ধি খাটিয়ে ইবাদত বলতে সুরা ইখলাস তিনবার পড়ে নিবেন তাহলে পুরো একবার কুরআন কমপ্লিট করার সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” জিকিরটা বেশি করবেন। তাহলে প্রতিবার এই জিকিরের বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটা করে গাছ লাগানো হবে সুবহানাল্লাহ
এই তো হয়ে গেল, ব্যস্ত মায়েদের সংক্ষিপ্ত সুন্দর রামাদান গাইডলাইন …
শারিন সফি অদ্রিতা
প্রিনাটাল ইন্সট্রাক্টর রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
রংধনু রঙের খেলনাগুলো
15 September, 2024
ছোটবেলায় আমাদের নিকট প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় যে বস্তুটি ছিলো, তা হলো সাত রঙের রংধনু। কারণ অধিকাংশ সময় বৃষ্টির দেখা মিললেও, বৃষ্টির পরের রংধনুর দেখা মিলতো খুবই কম। তাই যে জিনিস খুব কম দেখা যায়, সে জিনিসের প্রতি আকর্ষণও থাকে সবচেয়ে …
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
11 September, 2024
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
24 July, 2024
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …