কেন নরমাল ডেলিভারিকে এত ভয়?
- Posted by MNCC Moderator
- Categories Blog, Others
- Date January 24, 2024
- Comments 0 comment
অনেকেই বলেন নরমাল ডেলীভারি ভয় পান, তাই সিজার করাতে চান।
তাদেরকে আমি কিছু প্রশ্ন করি…
বিয়ের আগে ‘বিয়ে’ ভয় পাননি? বিয়ের পর সেই ভয় আর ছিলো?? বিয়ের আগে, ‘পুরুষ মানুষ’ ‘শারীরিক সম্পর্ক’ এসব ভয় পান নি?? বিয়ের পরেই সেসব কেমন ভালোবাসাতে রূপান্তরিত হয়ে গেছে, যায়নি?
বাচ্চা পেটে আসার আগে ‘প্রেগন্যান্সি’-কে ভয় পাননি? অন্যদেরকে দেখে মনে হয়নি যে, এমন একটা পেট নিয়ে আমি চলতে পারবো তো?? কিন্তু প্রেগন্যান্ট হওয়ার পর সেই ভয়টা ঠিকই পালিয়ে গেছে। কত যত্ন করে পেটে হাত বুলান, বাচ্চাকে বাইরে থেকে আদর করেন, ভেতরে নড়ে উঠলে আপনার কত্ত ভালো লাগে, তাই না? বড় একটা পেট নিয়ে চলতে আপনার গর্ব বোধ হয়, আপনি মা হতে যাচ্ছেন।
এতগুলো স্টেজ সাহসের সাথে পার করে এসে শেষ মুহূর্তে কেন ভয় পাচ্ছেন? কিসের ভয়??
নরমাল ডেলীভারি তো আল্লাহ তায়ালারই সৃষ্ট একটা প্রক্রিয়া!!
আল্লাহই তো আমাদের শরীরটা সেই নিয়মে তৈরি করছেন। অন্য কোন জটিলতা থাকলে ভিন্ন কথা, কিন্তু শুধুমাত্র ভয় পেয়েই কেন পেটটা কাটতে যাবেন?? এটা কি এবনরমাল মনে হয় না আপনাদের কাছে?
আপনাদের কি মনে হয় না যে বাচ্চা হয়ে গেলেই তো ভয় শেষ, জয়টা আপনার আর বাচ্চারই। যিনি আপনার পেটে বাচ্চাটা দিলেন, তিনি কি আপনাকে ফেলে রাখবেন, দায়িত্ব নিবেন না? তাঁর উপর এতটুকু ভরসা করতে পারবেন না??
এমন ভয় আমারও ছিলো জানেন! আমার মত হ্যাংলা পাতলা আন্ডরওয়েট একটা মেয়ে এক এক করে চারটা বাচ্চার মা হয়ে যাবো, কখনো ভেবেছি!!!
আমার আল্লাহই আমাকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ!!
আফসানা পারভিন
Other post
You may also like
যৌথ পরিবারে নতুন মায়ের জন্য টিপস
১।অনেকগুলো একক পরিবার যখন একসঙ্গে থাকে তখন সেটা একটা প্রতিষ্ঠানের মত হয়ে যায়, সেখানে সবার আলাদা কিছু দায়িত্ব থাকে এবং ছকে বাঁধা কিছু নিয়মও থাকে। একক পরিবারে আমরা নিজের মত কিছু ফ্লেক্সিবিলিটি পাই যা যৌথ পরিবারে অনেক সময়ে পাওয়া যায় …
ছোট বাবুর মায়ের মানসিক স্বাস্থ্য – আসুন সচেতন হই
খাদিজা তার এক মাস বয়সী মেয়ে আমিনাকে কোলে নিয়ে ঘরের মৃদু আলোয় বসে ছিলেন। রাত বাজে আড়াইটা। জানালা ভেদ করে চাঁদের মৃদু আলো ঘুমের কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। হঠাৎ থেমে থেমে আমিনার কান্নার শব্দ বাড়ে এবং কমে। …
ডিউ ডেটের পর আমার ৩য় নরমাল ডেলিভারির গল্প
১।আমার এবারের প্রেগন্যান্সিটা ফিজিক্যালি, মেন্টালি বেশি স্ট্রেস্ফুল ছিল। ৬মাস রেগুলার এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিক্যাল ডিউটি, বড় দুইটার দেখাশোনা, ইমোশনাল ব্রেক ডাউন – সব মিলিয়ে একটু কম যত্ন নিয়েছিলাম নিজের৷ আলহামদুলিল্লাহ, আল্লাহ সেসব দিন পার করে দিয়েছেন। আমার ইডিডি ছিল ২২/২/২৪। …