আজকে একটা দু:খজনক ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। রৌদ্রময়ী প্রিনেটাল কোর্সের ১৮তম ব্যাচের পরীক্ষায় ফার্স্ট হওয়া আপুটা, আমার দৌলা সার্ভিস নিয়েছিলেন। ঢাকার শনির আখড়ার দিকে থাকেন। নরমাল ডেলিভারি চাচ্ছিলেন। সেই অনুযায়ী ব্যায়াম ও সাপোর্টিভ ডাক্তারের খোঁজ করে তার চেক আপে ছিলেন। …